এই দেশের মানুষের অস্তিত্ব যিশুখ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর আগে পাওয়া যায়। আফ্রিকার রাষ্ট্র’ চাদের অবাক করা কিছু তথ্য
নিউজ ডেস্কঃ এই দেশের কোন ব্যক্তি রাতে বাড়ি থেকে বের হয়না। চাদ মধ্য আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। চাদের সরকারি নাম চাঁদ প্রজাতন্ত্র। এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া, এবং পশ্চিমে নাইজার। চাদের রাজধানী ও সবথেকে বড় শহর হল ইনজামিনা। চাঁদের সরকারি ভাষা আরবি ও ফরাসি।
আফ্রিকার রাষ্ট্র’ চাদ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো-
1. চাদ দেশের মানুষের অস্তিত্ব যিশুখ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর আগে পাওয়া যায়।
2. বিশ্বের মধ্যে সবথেকে সুন্দর ও দামি উটের প্রজাতি টিবেসটি এই দেশে পাওয়া যায়। একটি উটের মূল্য প্রায় লাখ টাকা হয়ে থাকে। এই উট গুলি অনেক বেশি শক্তিশালী হয়। এবং এই উট দিয়ে হয় দৌড় প্রতিযোগিতা। অন্যান্য দেশ থেকে বহু মানুষ এই উট কিনতে আসে।
3. এই দেশে সোনা ও ইউরেনিয়ামের প্রচুর খাত থাকলেও দুর্নীতির কারণে এই দেশ উন্নতি করতে পারেনি।
4. এই দেশটির ক্রাইম রেট ও অনেক বেশি। যার জন্য এই দেশের কোন ব্যক্তি রাতে বাড়ি থেকে বের হয়না। বলা হয়ে থাকে রাত সাতটার পরে বাড়ি থেকে বের হওয়া মানে অপরাধীকে আহ্বান করা। এমনকি রাতের সময় সেখানকার দোকান পত্র বন্ধ হয়ে যায়।
5. চাদ বিশ্বের যুবক দেশ গুলির মধ্যে একটি। এখানে প্রতিটি জায়গায় সবথেকে বেশি ইয়ং জেনারেশনের লোকজনই দেখতে পাওয়া যায়।
6. চাদ আফ্রিকার তথা বিশ্বের সব থেকে গরিব দেশ গুলির মধ্যে একটি। এ দেশের মোট জনসংখ্যার মধ্যে 80 শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এর থেকে অনুমান করা যায় চাদ কতটা গরীব এবং এখানকার জীবনযাত্রা কতটা কঠিন।
7. একটা দেশের নাম চাদ কিভাবে হয় এটা নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। চাদ দেশের নামকরণ হয়েছিল আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ঝিল চাদের নাম অনুসারে। এই ঝিল চারটি দেশের প্রায় 2 কোটি মানুষের জলের যোগান দেয়।
8. চাদ দেশে ঘুষ নেওয়া খুব সাধারন ব্যাপার। দেশটিতে যেকোনো কাজের জন্য মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। যার জন্য এই দেশের উন্নতি থেমে আছে।
9. দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ও খুব খারাপ। এখানে 23600 জন রোগীর জন্য মাত্র একটি ডাক্তার রয়েছে। এখানে যদি কেউ কোনো বড় রোগে আক্রান্ত হয় তাহলে তার বাঁচার সম্ভাবনা খুব কম থাকে।
10. চাদ একটি মরু অঞ্চল হওয়ায় এখানে দিনের বেলায় প্রচুর গরম ও রাতে ঠান্ডা পড়ে। এই দেশের যেখানে সেখানে ছোট ছোট বাজার দেখতে পাওয়া যায়। এই দেশ ভিশন অপরিচ্ছন্ন, দেশটিতে যেখানে সেখানে ময়লা জমে থাকে এমনকি এখানকার মানুষেরা এগুলো পরিষ্কার করে না। তারা নমুনার মধ্যে থাকতে অভ্যস্ত।