অফবিট

পৃথিবীর প্রাচীনতম রঙ সম্পর্কে জানা আছে?

সেই একসময় ছিল যখন টিভির পর্দায় সাদা কালো ছবি দেখা যেত। কিন্তু ধীরে ধীরে যুগ পাল্টেছে আর তার সাথে বদল এসেছে টিভির পর্দায় । পর্দা হয়ে উঠেছে কালারফুল। সেখানে নানা ধরনের রঙ চোখে পড়ে। এছাড়াও কালারফুল বললেই সবার প্রথমে মাথায় আসে রঙের উৎসবের কথা। হোলির দিন বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন জায়গা রঙের খেলায় মেতে ওঠে। বিভিন্ন ধরনের রঙ, বিভিন্ন রঙের আবির এই সব দেখলেই মনে জুড়িয়ে যায়। 

অনেকেরই তো অনেক ধরনের রঙ পছন্দ। কারোর লাল, কারোর নীল কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রঙ কোনটি? 

বিজ্ঞানীদের মতে গোটা পৃথিবীতে প্রায় ১০ মিলিয়নের বেশি রঙ রয়েছে। তবে প্রাথমিক রঙ বলতে লাল, নীল এবং সবুজ রঙকে বোঝানো হয়ে থাকে। কিন্তু বিশ্বের প্রাচীনতম রঙ হল গোলাপী। হ্যাঁ, পৃথিবীতে প্রথম যে রঙটি এসেছিল সেটি হল গোলাপী। গবেষকদের মতে, গোলাপী রঙটি প্রায় ১.১ বিলিয়ন বছরের পুরোনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *