অফবিট

পৃথিবীর সবথেকে দামি মাদক শ্যাম্পেন এখানে প্রথম পাওয়া যায়। গ্রেট ব্রিটেনের অজানা কিছু তথ্য

নিউজ ডেস্ক :- পৃথিবীতে এমন কোনও  দেশ নেই যেখানে গেলে ভারতীয়দের পাবেন না। তবে পৃথিবীতে কোথায় গেলে সবথেকে বেশি ভারতীয় রেস্তোরাঁ পেতে পারেন জানেন? একসময়ের পুরো বিশ্বকে গোলাম বানিয়ে রাখা দেশ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দান আইল্যান্ড সাধারণত UK বা ব্রিটেনের নামে পরিচিত। UK  একমাত্র দেশ যেটি ভারত সহ প্রায় 88%  দেশে তাদের উপনিবেশ গড়ে তুলেছিল। ইউরোপের উত্তর-পশ্চিমাংশে UK দেশটি অবস্থিত। ইউরোপের সবচেয়ে শিল্পোন্নত জনবহুল দেশ হল ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন।

গ্রেট ব্রিটেন সম্পর্কে কিছু অজানা তথ্য হলো~~

1. বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি গ্রেট ব্রিটেনে অবস্থিত।

2. বৃটেনের মুদ্রা এক পাউন্ড ভারতীয় মুদ্রা প্রায় 83 টাকার সমান।

3. ব্রিটেনের এমন একটি দেশ যেখানে এখনও রাজা রানী পরিচালিত শাসন ব্যবস্থা দেখা যায়।

4. এখানে সর্বপ্রথম কিটক্যাট, স্যান্ডউইচের মতো লোভনীয় খাবার তৈরি হয়।

5. ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এই খেলা প্রথম চালু করেন ব্রিটেন লোকেরা।

6.  ব্রিটিশরা ক্রিকেট খেলা চালু করলেও তারা এর থেকে ফুটবল খেলতে বেশি পছন্দ।

6. চা উৎপাদনের ক্ষেত্রে ভারত প্রথম স্থান অধিকার করলেও জানলে অবাক হবেন ব্রিটেনে সবথেকে বেশি চা পান করা হয়।

7. বিজ্ঞানী আইজ্যাক নিউটন ও সাহিত্যিক শেক্সপিয়ার ব্রিটেনে জন্মগ্রহণ করেন।

8. বৃটেনের রাষ্ট্রভাষা ইংলিশ হলেও রাজধানী লন্ডনে 300 টির বেশি ভাষায় কথা বলা হয়।

9. 99 শতাংশ মানুষই শিক্ষিত এবং এখানকার প্রায় প্রত্যেক 22 – 23 বছর বয়সে এখানকার ছেলে মেয়ে নিজের জীবন স্থাপনে প্রবৃত্ত হয়ে যায় ।

10. পৃথিবীর সবথেকে দামি মাদক শ্যাম্পেন  এটি উৎপাদনে গ্রেট ব্রিটেন প্রথম। এবং শ্যাম্পেন তাদের প্রথম পছন্দের মাদক। 18 বছর বয়সের পর থেকেই এখানে যে কেউ মদ পান করতে পারে।

11. বৃটেনের আন্তর্জাতিক খাবার হলো চিকেন টিক্কা। যদিও এটি ভারতীয় একটি খাবার।

12. লন্ডনে প্রায় 7 হাজার ভারতীয় রেস্তোরাঁ দেখা যায়।

13. লন্ডনে প্রায় বেশিরভাগ মানুষ অন্যান্য দেশের হওয়ায় লন্ডনকে গ্লোবাল সিটি ও বলা হয়। প্রায় 25 শতাংশ মানুষ অন্যান্য দেশ থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে।

14. ব্রিটেনের সর্বপ্রথম রেল ইঞ্জিন ও কম্পিউটার   আবিষ্কার করে।

15. প্রায় 58 টি দেশ তাদের ব্রিটেন থেকে অর্জন করা স্বাধীনতা দিবস পালন করে।

16. বৃটেনের মানুষ এতোটাই হিংসাত্মক মনোভাবের ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন চিড়িয়াখানায় বোমা ফেলে পশুদের মেরে ফেলা হয়েছিল কারণ তারা  মনে করেছিল বিশ্বযুদ্ধের ফলে পশু গুলি বাইরে এসে তাদের হামলা করতে পারে।

17.  রাজধানীর লন্ডনে অবস্থিত big ben, যেটি একটি ঘড়ি এবং এর ঘন্টা ওজন প্রায় 13 টন। এই টাওয়ারে শুধুমাত্র বৃটেনের অধিবাসীদের ছাড়া অন্য দেশের মানুষদের ওঠার অনুমতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *