অফবিট

রাবনের ১০ টি মাথা থাকার পেছনে কি কারন রয়েছে জানেন?

নিউজ ডেস্কঃ লঙ্কার অধীশ্বর রাবন মহাব্রাক্ষ্মন নামে পরিচিত তার কারন তিনি ছিলেন জন্ম সূত্রে ব্রাক্ষ্মন এবং  অসীম জ্ঞানের অধিকারি। তাই রাবনের মধ্যে থাকা এই অসীম জ্ঞানের কথা আমরা সবাই জানি। এই মহাব্রাক্ষ্মনের পরিচয় ছাড়া তাঁকে আরও একটি নামে ডাকা হয় সেটি হল দশানন রাবন। এই দশানন নামে কেন ডাকা হয় সেটা তো আমরা সবাই জানি কারন রাবনে দশটি মাথা ছিল। আর দশ মাথা থাকার কথা আমরা মহর্ষি বাল্মিকী লেখা রামায়নে রাবনে চারিত্রিক গঠনের যে বিশ্লেষণ করে ছিল তার থেকে জানতে পারি। তিনি লিখেছেন যে রাবনের দশটি মাথা, কুড়িটি বাহু, গাত্রবর্ণ ঘোরতর কালো, উজ্জ্বল চুল ও দাঁত এবং টকটকে লাল ঠোঁট ছিল। কিন্তু এবার প্রশ্নটা হল যে রাবনে ১০ মাথা কেন ছিল? কি ঠিক তো এই প্রশ্নটায় মনে মধ্যে উঠছে তো? 

রাবণের এই দশ মাথা থাকা নিয়ে নানান পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। কিছু কিছু পৌরাণিক কাহিনী অনুসারে রাবনের ৪ টি বেদ এবং ৬ টি শাস্ত্র নখদর্পনে ছিল। তাই দশাননের এই ১০টি মাথা ৪ বেদ এবং ৬ শাস্ত্রের প্রতীক ছিল। তবে অন্যান্য মতামত অনুসারে, রাবনে এই ১০ টি মাথা ছিল  বিভিন্ন প্রকার শৌর্য ও ভালোবাসার প্রতীক। কিন্তু বাস্তবের সাথে এর মধ্যে কোন ব্যাখ্যারই যোগ নেই। বলা হয় যে দশাননের এই ১০ টি মাথা ছিল তাঁর দশটি চারিত্রিক বৈশিষ্টের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *