অফবিট

মৃত ব্যক্তিদের বাস রাশিয়ার কোন ভূতুড়ে গ্রামে?

নিউজ ডেস্ক   –   পৃথিবীতে বহু আশ্চর্যজনক জিনিস রয়েছে। কিন্তু তাদের মধ্যে অন্যতম হলো রাশিয়ার উত্তর ওশেটিয়ার ডারগাভস নামের এক মৃত্যুফাঁদ। এখানে হাজারো বাড়ি নির্মাণ থাকলেও কোন জনবসতি নেই। তার এখানকার স্থানীয়দের মতে এই গ্রামে যাবে সেই আর ফিরবে না। যায় কারণ এটি জনমানবহীন জায়গা  হিসাবে পরিচিত।  

স্থানীয়দের ভাষ্যমতে,  এই গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে পাহাড় কেটে ঘর তৈরি করা হয়েছে যাদের মধ্যে ভূগর্ভস্থ ঘর রয়েছে। গ্রামে প্রায় ৯৯টি ভবন রয়েছে।  কিন্তু সব কটি গোরস্থান নামে পরিচিত। কারণ এই গ্রামে যে সকল ব্যক্তির   মৃত্যু হয় তাদের রেওয়াজ অনুযায়ী ওই ঘর গুলিতে রেখে আসা হয়। তারা মনে করেন এক্ষেত্রে মৃত ব্যক্তি তাদের সঙ্গে একই গ্রামে থাকতে পারবেন।  ভুতুড়ে গ্রাম দিতেই ভবনগুলি চারটে পর্যন্ত তলা আছে। কিন্তু প্রায় পাঁচশো বছর আগে ১৬ শতক থেকে এই ভবন গুলিতে মৃতদেহ কবর দেওয়া হয়। সে কারণেই গোটা শহর জুড়ে ভৌতিক কাহিনী ছুটি থাকার জন্য এবং পাহাড়ি অঞ্চল হওয়ার দরুন আবহাওয়ার নিত্যনতুন পরিবর্তন ঘটার জন্য এখানে পর্যটকরা আসেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *