কানে জল ঢুকলে কিভাবে সমাধান করবেন?
নিউজ ডেস্কঃ কানে জল ঢুকে নতুন কথা নয়। কারণ এই সমস্যার সম্মুখীন সবাই হয়। স্নান করতে একটু অসাবধানতা মানে কানে জল ঢুকে যায়। আর এই জল বের না করলে আবার কানে ব্যথা সম্মুখীন হতে হয়। কানে জল বের করাটা জরুরী হয়ে ওঠে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কি করে বের করবে জল। কারন একবার কানে জল ঢুকলে বের করাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এ মুশকিলকে বড় আসান। এর জন্য রয়েছে কিছু ট্রিক। এই ট্রিক গুলি এপ্লাই করুন আর এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যান। তাহলে জেনে নিন ট্রিক গুলি।
যে কানে জল ঢুকবে সেদিকে মাথা কাত করে দেবেন এরপর হাতের তালু কানের উপর রেখে ধীরে ধীরে চাপ দেবেন। থেকে জল বেরিয়ে যাবে।
কানে জল ঢুকলে লম্বা নিঃশ্বাস নেবে ও ছেড়ে দেবেন এতে দেখবেন আপনার কানের সমস্যা দূর হয়ে যাবে।
যে কানে জল ঢুকবে সেই কানটিকে একটি বালিশ চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। এতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
কানের জল বের করতে লম্বা একটি হাই তুলুন।
কানের জল বের করার জন্য জোরে নিঃশ্বাস নেবেন।
এছাড়াও কোন ইয়ার ড্রপ ও ব্যবহার করতে পারেন। তবে তা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।