অফবিট

যাযাবররা হলেও এখানকার মেয়েদের দেখতে ভীষণ সুন্দর হয়। মরক্কোর অজানা কিছু তথ্য

নিউজ ডেস্ক- চীন ও ইউনাইটেড স্টেটের পরে বিশ্বের তৃতীয় ফসফেট উৎপাদনকারী দেশ। মরক্কো উত্তর আফ্রিকার অবস্থিত। এই দেশের রাজধানী হল রাবাত। এবং দেশটির বৃহত্তম নগরী হলো কাসাব্লাংকা।মরোক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন, এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর।

 মরক্কো দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো

1. এই দেশের পরিবেশ, প্রকৃতি, ঘরবাড়ি অন্য সকল দেশ থেকে আলাদা হয় বহু বলিউড-হলিউড সিনেমার শুটিং এই দেশে হয়েছে। 

2. মরক্কোর বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। তাই একসময় এখানকার বেশিরভাগ লোক যাযাবর মত জীবন কাটাতে। 

3. এখানকার মেয়ে যাযাবররা দেখতে অনেক সুন্দর হয় এবং তাদের পোশাক ও তাদের সাজগোজ অনেক আকর্ষণীয় হয়ে থাকে। 

4. এখানকার বিবাহ গুলিতে কনের পোশাক অনেক বড় ও একটু অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে।

5. এখানকার 99% মানুষ মুসলিম হওয়া সত্বেও তাদের জীবন যাপন অনেকটা আধুনিক। 

6. চীন ও ইউনাইটেড স্টেটের পরে মরক্কো বিশ্বের তৃতীয় ফসফেট উৎপাদনকারী দেশ।

7. এই দেশ সাহিত্যের দিক থেকেও অনেক পরিচিত। বিখ্যাত সাহিত্যিক ইবন বতুতা এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। 

8. এই দেশটিতে বিভিন্ন প্রকার খাবারের বৈচিত্র লক্ষ করা যায়। এই দেশের খাবার গুলোতে মসলার বিশেষ ব্যবহার  হয়। কুসকুস এই দেশের একটি জনপ্রিয় খাবার। পুদিনা পাতা ও চিনি দিয়ে তৈরি গ্রিন টি এ দেশের মানুষ খুব পছন্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *