অফবিট

১২ বছরে মাত্র একবার ফোটে ভারতবর্ষের কোন ফুলটি?

নিউজ ডেস্কঃ এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদেরকে হতবাক করে দেয়। এই রকমই একটি ঘটনা হল একটি ফুল যেটি নাকি ফুটতে  সময় লাগে ১২ বছর।কি শুনে অবাক হলেন তো। হওয়াটায় স্বাভাবিক কারন যেখানে অন্যসব সময় ফুল ফুটতে সময় লাগে কিছু ঘণ্টা সেখানে এই ফুল ফুটতে সময় নেয় ১২ বছর।কি এই ফুলের নাম? কোথায় দেখতে পাওয়া যায় এই ফুলটি? এই ধরনের অনেক প্রশ্নই মনে মধ্যে উঠছে।তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই ফুলের সম্পর্কে কিছু তথ্য।  

ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় সন্ধান পাওয়া গেছে২৫০ প্রজাতির নীলকুরিঞ্জি ফুল এই ফুলটির।যার নাম নীলকুরিঞ্জি। নীল রঙের এক অদ্ভুত ফুলকে এ এলাকার আদিবাসী শুভবার্তার প্রতীক হিসাবে মনে করে। নীলকুরিঞ্জি বৈজ্ঞানিক নাম হল স্ট্রোবিল্যান্থেস কুনথিয়ানা। ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে বেশি দেখতে পাওয়া যায় এই ফুলটি।এখানকার বাসিন্দাদের কাছে কুরুঞ্জি নামেও পরিচিত এই ফুলটি। প্রায় ২৫০ প্রজাতির নীলকুরিঞ্জি ফুল হয়ে থাকে। এর মধ্যে মাত্র ৪৬টির মতো প্রজাতি ভারতের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। 

ফুলটির বৈশিষ্ট্য:   

  • নীলকুরিঞ্জি ফুল ফুটতে সময় নেয় ১২ বছর।  
  • অনেকটা ঘন্টার মতো আকৃতির এই ফুলটি। 
  • এই ফুলগুলো সাধারণত থোকায় থোকায় ফোটে।এবং যখন ফুটে তখন নীল-বেগুণি রঙের গালিচার মতো মনে হয়। 
  • এছাড়াও ফুলের কুঁড়ি থেকে  শুরু করে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রং পরিবর্তন হতে থাকে এই ফুলের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *