অফবিট

ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করলো মালদ্বীপ সরকার। সুবিধা হবে ভারতের পর্যটন ব্যবসায়

মালদ্বীপ সরকার ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এই খবরের সাথে সাথেই ইসরায়েল তার নাগরিকদের মালদ্বীপ থেকে ফিরে আসার নির্দেশ দিয়ে দিয়েছে। ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশ করার নিষেধাজ্ঞা নিয়ে খুব শীঘ্রই নতুন আইন আনতে চলেছে মালদ্বীপ। ইসরায়েলের গাজা অপারেশনের কারনেই মালদ্বীপ এমন সিদ্ধান্ত নিয়েছে। গত অক্টোবর মাস থেকে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হয়েছে গাজাতে। মালদ্বীপ একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, এই কারনেই মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি মালদ্বীপ সরকার দেশে একটি প্যারেডের আয়োজনও করতে চলেছে যেখানে মালদ্বীপ প্যালেস্টাইনের সাথে আছে এই বার্তা দেওয়া হবে। মালদ্বীপ পাকিস্তান, সৌদি আরবের মতো মুসলিম দেশগুলোর সাথে বৈঠকও করতে চলেছে যেখানে ইসরায়েলের উপর আরও কীভাবে চাপ সৃষ্টি করা যায় তা নিয়েও আলোচনা হবে। মালদ্বীপের এমন সিদ্ধান্তের কারনে ভারতের সামনে একটি বড় সুযোগ তৈরি হয়েছে, ভারতে ইসরায়েলি পর্যটকদের সংখ্যা আরও বেশী বৃদ্ধি পেতে চলেছে।  

বিগত কয়েকমাস ধরেই মালদ্বীপ ও ভারতের কুটনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ মইজু চীন ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। মহম্মদ মইজু রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারে ইন্ডিয়া আউট প্রচার করেছিল। রাষ্ট্রপতি নির্বাচনের পর মহম্মদ মইজুর একাধিক ভারত বিরোধী কর্মকান্ড এবং তার মন্ত্রীসভার সদস্যদের ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বেফাঁস মন্তব্যের পর থেকে ভারতীয়রা বয়কট মালদ্বীপ শুরু করেছে। ভারতীয়দের মালদ্বীপ বয়কটের সরাসরি প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির উপর। মালদ্বীপ এমন একটি দেশ যার জিডিপি সম্পূর্ন পর্যটনের উপরেই নির্ভরশীল। মালদ্বীপ ভারতীয়রা প্রচুর সংখ্যায় যেত, বিগত কয়েকমাসে ৪২ শতাংশ ভারতীয় মালদ্বীপে যাওয়া কমিয়ে দিয়েছে যার কারনে দেশটির পর্যটন খাতেও সমস্যা দেখা দিয়েছে। এবার ইসরায়েলি নাগরিকদেরও মালদ্বীপে নিষিদ্ধ করে দেওয়ায় দেশটির পর্যটন শিল্প আরও ক্ষতিগ্রস্ত হতে চলেছে। ইতিমধ্যেই ইসরায়েলের মিডিয়া মালদ্বীপের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচার শুরু করেছে লাক্ষাদ্বীপ মালদ্বীপের থেকেও সুন্দর। ভারতীয়রা বয়কট মালদ্বীপ প্রচার করে লাক্ষাদ্বীপ যাওয়া শুরু করেছে গত জানুয়ারি মাস থেকেই। ইসরায়েল ভারতকে ইতিমধ্যে প্রস্তাবও দিয়েছে মালদ্বীপে সমুদ্রের জলের বিশুদ্ধকরনের ব্যাপারে কাজ করবে। ইসরায়েলি নাগরিক অনেক আগে থেকেই ভারত ভ্রমনে আসেন। ভারতে প্রতিবছর গড়ে ৭০,০০০ ইসরায়েলি নাগরিক ভ্রমনে আসেন। সেই তুলনায় মালদ্বীপে প্রতিবছর মাত্র ১৫,০০০ ভারতীয় ভ্রমনে যেত। সাধারনত অক্টোবর ও নভেম্বর মাসে ইসরায়েলিরা ভারত ভ্রমনে আসে। লাক্ষাদ্বীপ সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, গোয়া সহ একাধিক সমুদ্র সৈকতে ঘোরার জন্য ইসরায়েলি মিডিয়া প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। শুধু মালদ্বীপই নয় অনেক ইসলামিক দেশও ইসরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করতে চলেছে খুব শীঘ্রই। অমুসলিম দেশ হওয়া সত্বেও দক্ষিন আফ্রিকা ইসরায়েলি পন্য বয়কটের জন্য আলোচনা করছে। এসব কিছুরই ব্যাপক সুবিধা হবে ভারতের জন্য। ভারতের পরম বন্ধু দেশ ইসরায়েল, এরকম পরিস্থিতিতে আরও অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার ইসরায়েলি নাগরিকদের ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত সরকার প্রতিবছর ইনক্রেডিবেল ইন্ডিয়া প্রচার করছে যেখানে ভারতের অসাধারন দর্শনস্থান গুলো বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে যেকারনে ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *