যাদবপুরে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
রাত পোহালেই সপ্তম বা অন্তিম দফার ভোট গ্রহন শুরু হবে দেশজুড়ে। শেষ দফায় রাজ্যে নয়টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহন হবে। বসিরহাট, বারাসাত, জয়নগর, দমদম, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিন, কলকাতা উত্তর এই নয়টি কেন্দ্রে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে আগামীকাল। সপ্তম দফার নির্বাচনে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বহিনী মোতায়েন থাকবে নয়টি লোকসভা কেন্দ্রে, এছাড়াও ১,৯০০ ক্যুইক রেসপন্স টিমও মোতায়েন থাকবে। আগামীকাল যে নয়টি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্র সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র।
রাজ্য রাজনীতিতে বরাবরই যাদবপুরে জটিল লড়াই হয়। এবারেও যাদবপুরে বিজেপি, সিপিআইএম ও তৃনমূল কংগ্রেসের মধ্যে জমজমাট ভোট লড়াইয়ের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। তবে কিছু সমীক্ষা অনুযায়ী যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জয়ী হওয়ার অনেকটাই বেশী সম্ভবনা রয়েছে। আগামীকালই ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। গত তিনমাস ধরে অক্লান্ত ভাবে দলীয় কর্মীদের নিয়ে যাদবপুরে নির্বাচনী প্রচারের পর অবশেষে গতকাল নির্বাচনী প্রচার সমাপ্ত করেছেন বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। গতকাল যাদনপুরে শেষদফা নির্বাচনী প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। গতকাল ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও সুকান্ত মজুমদারের উপস্থিততে যাদবপুর লোকসভা কেন্দ্রে মহামায়াতলা থেকে শিমুলতলা পর্যন্ত একটি রোড শোর আয়োজন করা হয়েছিল। এই রোড শোতে বিজেপির নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য সাধারন মানুষ উপস্থিত ছিলেন। বিজেপি প্রার্থীর শেষ দফা নির্বাচনী প্রচার উপলক্ষে রোড শো ঘিরে রীতিমতো জনসমুদ্র তৈরি হয়েছিল। নির্বাচনী লড়াইয়ের অন্তিম লগ্নে যাদবপুর থেকে সুকান্ত মজুমদার জানান প্রতিটি লড়াইই কঠিন হয় কিন্তু তারা যাদবপুরে জেতার লক্ষ্যে এসেছে এবং যাদবপুরে বিজেপিই জিতবে।
সারা রাজ্যে বামেরা কার্যত শূন্য হয়ে গেলেও যাদবপুরে এখনও বামেদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। যাদবপুরে সিপিআইএম তরুন মুখ সৃজন ভট্টাচার্যকে অন্যদিকে তৃনমূল কংগ্রেস তারকা প্রার্থী সায়নী ঘোষকে প্রার্থী করেছে যাদবপুরে। সেজন্য বিজেপি কতটা ভাল ফল করতে পারবে যাদবপুরে সেটা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল কিন্তু প্রার্থী হওয়ার পর থেকে গত তিনমাসে যে ভাবে নির্বাচনী প্রচার করেছে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় তাতে পুরো চিত্রটাই পাল্টে গেছে। এখন বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় তার নিকট প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। এই কারনে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন পূরনের ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুরে যেভাবে বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। যাদবপুরের সার্বিক পরিস্থিতির বিচারে এটা বলাই যায় যে আগামী ৪ জুন আঠারোতম লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রথমবারের মতোন পদ্মফুল ফুটতে চলেছে।