যাদবপুর কেন্দ্রে ভোটারদের স্লিপ বিতরন করে নির্ভয়ে ভোট দেওয়ার কথা জানালেন বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়
গত ১৯ এপ্রিল থেকে বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ ভারতবর্ষে সাত দফায় আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হয়েছিল। গত দেড় মাসে ছয় দফার ভোটগ্রহন ইতিমধ্যেই সম্পূর্ন হয়ে গেছে। আগামী ১ জুন সপ্তম দফার ভোট গ্রহনের পর সম্পূর্ন হবে ২০২৪ এর লোকসভা নির্বাচন। আগামী ১ জুন রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্র বারাসাত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিন, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, জয়নগরে ভোটগ্রহন চলবে। এদের মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। রাজ্য রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ন কেন্দ্র যাদবপুরে এবারে ভোটের অঙ্ক যথেষ্ট জটিল। রাজনৈতিক বিশ্লেষকদের দাবী এবারে যাদবপুরে ত্রিমুখী ভোটযুদ্ধ হবে যাতে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যথেষ্ট এগিয়ে রয়েছেন।
১৯৭৭ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একবারও যাদবপুরে জিততে পারেনি বিজেপি। মূলত দীর্ঘসময় বামেদের আধিপত্যে থাকা যাদবপুরে বিগত পনেরো বছরে তৃনমূল কংগ্রেসের আধিপত্য রয়েছে। তবে এবারে যাদবপুরে জয়ের লক্ষ্যে বঙ্গ বিজেপি রাজ্য রাজনীতির দীর্ঘদিনের পরিচিত মুখ বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে যাদবপুরে প্রার্থী করেছে। প্রার্থী হওয়ার পর থেকেই যাদবপুরের সমস্ত দলীয় কর্মীদের সাথে নিয়েই নির্বাচনী কর্মসূচি ঠিক করে ফেলেন তিনি। গত আড়াই মাস ধরে যাদবপুর কেন্দ্রে সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় একাধিক জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ার বার্তা এবং প্রধানমন্ত্রীর জনহিতকর কর্মসূচীর তথ্য প্রচার করছেন। ডঃ গঙ্গোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে একেবারে তৃনমূল স্তর থেকে যেভাবে উন্নয়নের কথা প্রচার করছেন এবং সর্বদা সাধারন মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত রীতিমতো চিঠি পাঠিয়ে অভিবাদন জানিয়েছেন তাকে।
গতকাল সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রে ভোটারদের স্লিপ বিতড়ন করেন। কাল সকাল নয়টা থেকে মূলত সোনারপুর দক্ষিনের মন্ডল ৫ এর ১৯ নং ওয়ার্ডের ১৬২ নং বুথে ভোটারদের স্লিপ বিতরন করেন তিনি। গতকাল স্লিপ বিতরনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবদেন জানান বিজেপি প্রার্থী। এছাড়া প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় মানুষজনও অনির্বান বাবুকে আশীর্বাদ করে, বিজেপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বলে জানান অনির্বাণ বাবু। স্লিপ বিতরন ও প্রচার শেষে গতকাল বিকেলে যাদবপুর কেন্দ্রের বিশিষ্ট মানুষদের সাথে নিয়ে বৈঠক করেন তিনি।