অফবিট

বিরোধীরা কোনওভাবেই সরকার গঠন করতে পারবেনা- ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়

চলতি বছরের আঠারোতম লোকসভা নির্বাচনে রাজ্যে কে ক্ষমতার কেন্দ্রে আসবে তা জানা যাবে আগামী ৪ জুন। তবে পরিবর্তন নাকী প্রত্যাবর্তন তা নিয়েই আপাতত উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি আশাবাদী তারা ২০১৯ সালের তুলনায় আরও বেশী আসন পাবে কিন্তু বিজেপির দাবী মানতে নারাজ শাসকদল তৃনমূল কংগ্রেস। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচন তার অন্তিম চরনে এসে পৌঁছেছে। আর দুই দফা ভোট বাকী আছে। তবে দুই দফা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে কমতি নেই কোনও পক্ষেরই। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যাদবপুরে গত তিন লোকসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই এবার যাদবপুরে পুনরায় ক্ষমতায় ফিরতে সিপিআইএম সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে, তৃনমূল কংগ্রেস অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে এবং বিজেপি বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী নিয়োগ করেছে। তবে বিগত কয়েক সপ্তাহ প্রচারের শেষে সমীক্ষা বলছে যাদবপুর কেন্দ্রে বাকী দুইজনের তুলনায় বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছে।

গত আড়াই মাস ধরে যাদবপুর লোকসভা কেন্দ্রে নিরলস ভাবে প্রচারাভিযান করছেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রে তৃতীয়বারের মতো বিজেপিকে ক্ষমতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একান্ত অনুগত সৈনিক হিসাবে ডঃ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন যাদবপুরবাসীর কাছে। আগামী ১ জুন যাদবপুর কেন্দ্রে ভোটগ্রহন হতে চলেছে। তবে ভোটের আগে যাদবপুর কেন্দ্রে ডঃ গঙ্গোপাধ্যায়ের মতো অতীতে কোনও রাজনৈতিক প্রার্থীই এত দীর্ঘসময় ধরে নির্বাচনী প্রচার করেননি। ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রতিদিন একাধিক পথসভা, রোড শো করছেন যাদবপুরে। বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে প্রতিদিন সাধারন মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই যাদবপুরে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিজেপির সর্বভারতীয় যুব সংগঠনের সভাপতি তেজস্বী সূর্য এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার৷ মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব। যাদবপুরে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিজেপি প্রার্থী।

সম্প্রতি নির্বাচনী প্রচারে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ২০১৯ সালের তুলনায় বিজেপি সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আরও ভালো ফল করবে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি জানিয়েছে তারা ৪০০ আসন পাবে যদিও ডঃ গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট কোনও সংখ্যা বলেননি তবে তিনি পূর্বের তুলনায় আরও ভালো ফলের আশাবাদী বলে জানান। সমগ্র ভারতবর্ষের মানুষ সন্দেশখালিতে মহিলাদের উপর হওয়া অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং পশ্চিমবঙ্গের শাসকদল তৃনমূল কংগ্রেসের সমালোচনা করছে। এরকম পরিস্থিতিতে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে মহিলাদের উপর হওয়া এমন অত্যাচার সত্যিই নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *