অফবিট

বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আয়োজিত র‍্যালিতে উপস্থিত হিমন্ত বিশ্বশর্মা ও তেজস্বী সূর্য

ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দেশের পঞ্চম দফার ভোট। বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের সম্মুখীন হতে হয়েছে বাংলার বেশ কিছু এলাকাকে। এই গন্ডগোল এটাই প্রমাণ করছে যে যত দিন এগোচ্ছে তৃণমূলের অগ্রাসী নীতি ও ছাপ্পা দেওয়ার যে মনোভাব ততই তা সামনে চলে আসছে। কারণ আর বাকি মাত্র ভোটের দুটি দফা।

তৃণমূল যদি এই দুটি দফাতে তাদের পুরনো সিট ধরে রাখতে পারে তাহলে ভালো আসন তারা বাংলা থেকে দখল করতে পারবে। তাই তৃণমূল প্রস্তুত থাকবে মরণ কামড় দেওয়ার জন্য। তবে এইবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি। কারণ তৃণমূলের বিপরীতে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে বিজেপিও।

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রথম দিন থেকেই নেমে পড়েছিলেন ভোটের ময়দানে। সেই থেকে তিনি একের পর এক বিশাল র‍্যালি করেই চলেছেন। সোমবার তিনি এক বিশাল র‍্যালি করেন যাদবপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা ও যাদবপুর বিধানসভা এলাকায়। এই র‍্যালিতে লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও তার সমর্থনে প্রচারে আসা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি ও সাংসদ তেজস্বী সূর্য উপস্থিত ছিলেন।

অজয় নগর থেকে শুরু হয় এই র‍্যালি এবং সুলেখা ব্রিজের কাছে গিয়ে সমাপ্ত হয়। চোখে পড়ার মতো ছিল র‍্যালিতে উপস্থিত থাকা বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়। যত এই র‍্যালি নিজের গন্তব্যস্থলে দিকে এগোচ্ছিল ততই বেড়েছিল সাধারন মানুষের। এমনকি এই র‍্যালি যেই এলাকা দিয়ে গিয়েছে তার দুপাশে থাকা মানুষজন তারা তাদের ঘর, ফ্ল্যাট থেকে বেরিয়ে দুই হাত তুলে তারা আশীর্বাদ করছে বিজেপির প্রার্থীকে দেখে। তাদের এই আশীর্বাদের মাধ্যমে তারা যে বিজেপির পাশেই রয়েছে সেটাই বোঝাতে চেয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে এইবার যাদবপুর কেন্দ্রে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *