অফবিট

যাদবপুর কেন্দ্রে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসকদল তৃনমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে

গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচন প্রায় শেষ ধাপে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই পঞ্চম দফা ভোটগ্রহন সম্পূর্ন হয়েছে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহনকে কেন্দ্র করে সবদলই তাদের প্রচারে কোনও কমতি রাখছেনা। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যেই প্রধান লড়াই হচ্ছে। ঘাসফুল নাকী পদ্মফুল কে বেশী আসন পাবে রাজ্যে তা জানা যাবে আগামী ৪ জুন। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী রাজ্যে ২০১৯ সালের তুলনায় আরও বেশী শক্তিশালী হয়ে ফিরতে চলেছে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি ৩৫টি আসন জেতার কথা ঘোষনা করলেও সমীক্ষা জানাচ্ছে ৩৫টি নাহলেও রাজ্যে অন্তত ২২টি আসন পেতে চলেছে বিজেপি। যার জন্য এখন থেকেই ভীত হয়ে পড়েছে শাসকদল তৃনমূল কংগ্রেস। রাজ্যের বহু জায়গায়ই শাসকদলের বিরুদ্ধে একাধিক হিংসার অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃনমূল ও বিজেপির মধ্যে এসব বিক্ষিপ্ত ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে রাতের অন্ধকারের সুযোগে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে যাদবপুরে।

লোকসভা নির্বাচনের অন্তিম ধাপে অর্থাৎ সপ্তমদফায় ভোট হবে যাদবপুর কেন্দ্রে। এখানে তৃনমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএমের মধ্যে ত্রিমুখী ভোটলড়াই হতে চলেছে। তবে ইতিমধ্যেই যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় তার প্রধান প্রতিপক্ষ একাধিক বিতর্কে অভিযুক্ত তৃনমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছেন। প্রার্থী মনোনীত হবার পর থেকে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যেভাবে পুরো যাদবপুর লোকসভা কেন্দ্রে অক্লান্ত পরিশ্রম করছেন তা ইতিপূর্বে কোনও রাজনৈতিক নেতা করেননি। যার জন্য যাদবপুর কেন্দ্রে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন অনির্বাণ বাবু, তার প্রতিটি জনসংযোগ কর্মসূচিতে সাধারন মানুষের ব্যাপক ভিড় করতে শুরু করেছে। যাদবপুরে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এহেন জনপ্রিয়তা দেখে এখন থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে শাসকদল। যার জন্য গতকাল রাতে যাদবপুর লোকসভা কেন্দ্রের টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১০০ নং ওয়ার্ডের নাকতলা অঞ্চলে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেয় শাসকদলের গুন্ডা বাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২:৩৬ নাগাদ বাইকে করে একদল দুর্বৃত্ত নাকতলা উদয়ন সংঘে ক্লাবের সামনে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেয়। সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় এরা তৃনমূলের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রসেনজিৎ দাসের পোষা গুন্ডা বাহিনী। ভোট ঘোষনা হবার পর থেকেই এই শাসকদলের এই গুন্ডাবাহিনী পুরো এলকায় বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করে আসছে। এর আগেও যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনা প্রমান করে যাদবপুরে তৃনমূল কংগ্রেস বিজেপিকে কতটা ভয় খাচ্ছে। শাসকদল বুঝে গেছে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোটে তারা কখনওই জিততে পারবেনা সেই জন্য তারা বিরোধী প্রার্থী, কর্মীদের ভয় দেখিয়ে ভোর প্রচারে বাধা দিতে চাইছে বলে বিজেপির একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *