অফবিট

যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়

বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ন লোকসভা কেন্দ্র যাদবপুরে এবারের লোকসভা নির্বাচনে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে বিজেপি। দিল্লিতে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ও ট্রাস্টি ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় রাজ্য বিজেপির একজন প্রতাপশালী প্রার্থী। ২০১৯ সাল থেকেই বঙ্গ রাজনীতির একজন পরিচিত মুখ তিনি। প্রার্থী ঘোষিত হবার পর থেকেই যাদবপুর কেন্দ্রে বিগত একমাস ধরে খুব ব্যস্ত সময় পার করছেন অনির্বাণ বাবু। প্রতিদিনই বেশ কয়েকদফা কর্মসূচিতে ব্যস্ত থাকছেন তিনি। প্রত্যহ সকাল আটটা থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারে বেড়িয়ে পড়ছেন তিনি। একের পর এক পথসভা, জনসংযোগ কর্মসূচি, পদযাত্রার মাধ্যমে যাদবপুর কেন্দ্র রাত দশটা পর্যন্ত বিজেপির জয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ডঃ গঙ্গোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রধান বিরোধী শাসকদলের প্রার্থী সায়নী ঘোষ। তবে অতীতে হিন্দু ভাবাবেগে আঘাত দেবার কারনে যথেষ্ট বিতর্কিত শাসকদল প্রার্থী। সেই তুলনায় পরিচ্ছন্ন ভাবমূর্তীর জন্য ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে যথেষ্ট এগিয়ে রয়েছেন। ডঃ গঙ্গোপাধ্যায় সবসময় দাবী করেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনের একজন সৈনিক। গত কয়েকদশক ধরে যাদবপুর কেন্দ্রের মানুষকে অপশাসন ও বঞ্চনা থেকে মুক্তি সংকল্প নিয়ে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় সাধারন মানুষের কাছে বিজেপিকে জয়ী করবার আবেদন জানাচ্ছেন।

চলতি লোকসভা নির্বাচনে বাংলাতে নিজেদের গড় শক্তিশালী করতে মরিয়া কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। গত ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে বিজয়ী হয়েছিল বিজেপি, যার পরেই রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে বিজেপি। এবার বিজেপি রাজ্যে ৩৫টি আসনে জয়ের লক্ষ্য নিয়েছে। যার জন্য বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে যোগ্য প্রার্থী মনোনীত করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব নিয়মিত ব্যবধানে রাজ্যে আসছেন নির্বাচনী প্রচারে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নয়বার রাজ্যে এসেছেন নির্বাচনী কার্যক্রমে। সম্প্রতি যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্যে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি যাদবপুর কেন্দ্রে ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করে বিজেপিকে জয়ী করবার আহ্বান জানিয়েছেন সাধারন মানুষের কাছে। নির্বাচনী প্রচারে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসের একাধিক দূর্নীতির তীব্র সমালোচনা করেন ডঃ অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও জানান শাসকদলের দূর্নীতির কারনে বাংলার মানুষ এবার বিজেপিকেই বেছে নেবে। প্রসঙ্গত যাদবপুর কেন্দ্রে গত তিনবারের লোকসভা নির্বাচনে শাসকদল তৃনমূল কংগ্রেসই জয়লাভ করেছে। কিন্তু গত কয়েকসপ্তাহ ধরে শাসকদলের গড় যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে যেভাবে জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে তা অভাবনীয়। ডঃ গঙ্গোপাধ্যায়ের প্রতিটি জনসংযোগ কর্মসূচিতোই উপছে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যা দেখে মনে হচ্ছে যাদবপুরে পরিস্থিতি এবারে ক্ষমতার পালাবদল হতে চলেছে। ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ও যাদবপুরে বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *