অফবিট

পৃথিবীর একমাত্র ‘ভাসমান অরণ্য’ ১০০ বছরের পুরনো জাহাজ। অবাক করা বিষয়

নিউজ ডেস্ক – ছেড়ে দেওয়া বা ফেলে দেওয়া কিছু অব্যবহৃত জিনিস বাতিল হয়ে গেলেও পরিতক্ত হয়না কখনই। তাদের নিজস্ব আলাদা একটি রূপ প্রকাশ পায় পরবর্তীতে। তেমনই একটি জলজ্যান্ত উদাহরণ হল সিডনির এসএস আয়ারফিল্ড নামের একটি জাহাজ। বহুকাল ধরেই জাহাজটির ব্যবহার হলেও সম্প্রতি দীর্ঘ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এটি। কিন্তু এই পরিতক্ত জাহাজের প্রেমে মজে তার দর্শনের ছুটে যান কয়েকশো পর্যটক। হ্যা এমনই একটি পরিত্যক্ত রূপবান জাহাজ যা গোটা বিশ্বকে অবাক করে তুলেছে।

লোকো ভাষ্যমতে  এসএস আয়ারফিল্ড জাহাজটি একসময়ে নিউ কাসল এবং সিডনির মধ্যে প্রশান্ত মহাসাগরের ওপর প্রায় ৬০ মাইল দূরত্ব চলাচল করত। এই জাহাজ মূলত মার্কিন সেনা আনা-নেওয়া করত। এরপর ১৯৭২ সালে এটি উপসাগরীয় অঞ্চলে ফিরিয়ে আনা হলেও শেষ পর্যন্ত এটি বন্ধ হয়ে যায়।দীর্ঘ কয়েক বছর বিনা ব্যবহারের জন্য ১১৪০টন ভারপ্রাপ্ত এই  পরিতক্ত জাহাজটিকে সম্পূর্ণরূপে ঘিরে ধরে একাধিক গুল্ম জাতীয় জঙ্গল। যার কারণে বর্তমানে জাহাজটি এক ভাসমান অরণ্যে পরিণত হয়েছে। এই জঙ্গলের বৃক্ষের  বয়স আনুমানিক ১০২ বছর। সৃষ্টির এমন মোহময় জঙ্গলের রূপের লোভে পড়ে সেখানে ছুটে ছুটে যায় বহু ফটোগ্রাফাররা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *