টালিগঞ্জ মন্ডল ২ থেকে সুভাসপল্লীতে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের পদযাত্রার জনজোয়ার শাসকদলের অস্বস্তি বাড়াল
আঠারোতম লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে গত ১৯ এপ্রিলই। দেশে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহন হয়ে গেছে। বাকী পঞ্চম দফার ভোটগ্রহনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল যুদ্ধকালীন তৎপরতায় নির্বাচনী প্রচার করছে। এরই মধ্যে তাপপ্রবাহে রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে সকাল নয়টার পর রীতিমতো বাড়ি থেকে বেরোনো যাচ্ছেনা। তীব্র রোদ, ভ্যাপসা গরম সহ লু প্রবাহে রাজ্যের মানুষ বেজায় নাজেহাল। আপাতত স্বস্তির কোনও লক্ষনই নেই। কিন্তু তাপমাত্রার পারদ বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা ভোটের প্রচারাভিযানও।
পশ্চিমবঙ্গে শেষ দফায় অর্থাৎ ১ জুন নয়টি গুরুত্বপূর্ন লোকসভা কেন্দ্রে ভোট হবে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন যাদবপুর কেন্দ্র। এই যাদবপুর কেন্দ্রে বঙ্গ বিজেপি মোনোনীত হেভিওয়েট প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যাদবপুর কেন্দ্রে প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই নিরলস পরিশ্রম করে চলেছেন ডঃ গঙ্গোপাধ্যায়। দক্ষিনবঙ্গের তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই গত তিনবারের লোকসভা নির্বাচনে শাসকদলের মজবুত গড় যাদবপুর কেন্দ্রে বিজেপিকে রীতিমতো চালকের আসনে রেখেছেন ডঃ গঙ্গোপাধ্যায়। তীব্র রোদের মধ্যেও যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা অঞ্চলে একের পর এক পথসভা, পদযাত্রা, জনসংযোগ কর্মসূচি করে চলেছেন ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। তার প্রতিটি কর্মসূচিতে তীব্র দাবদহ উপেক্ষা করে সমাজের সর্বস্তরের বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
প্রবীন নাগরিকদের বিশেষ সম্মান জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে তিনি হাতজোড় করে সবাইকে মাননীয় নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবার জন্য অনুরোধ করছেন। প্রতিদিনের কর্মসূচির মতোন আজও টালিগঞ্জ মন্ডল ২ এর হাটের মোড়, গড়িয়া থেকে সুভাষপল্লী পর্যন্ত বিজেপিকে নির্বাচনে জয়ী করে মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পদযাত্রা করে রীতিমতো বাড়ি বাড়ি প্রচার করেন ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। তীব্র রোদের মধ্যেও তিনি সম্পূর্ন এলাকা পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যান। ঢাকঢোল সহযোগে এই পদযাত্রায় ডঃ গঙ্গোপাধ্যায়ের সাথে অসংখ্য মানুষ অংশ নিয়েছিলেন। বিশাল এই পদযাত্রায় চতুর্দিকে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে যা শাসকদলের মনেও পরাজয়ের ভয় ধরাতে বাধ্য।
ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় জাতিধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং হাত জোড় করে মনানীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গঠনের জন্য বিজেপিকে জয়ী করবার জন্য অনুরোধ করেন। রাস্তার দুধারে ডঃ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জনপ্লাবন বুঝিয়ে দিল আগামী ৪ জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। অবশ্য ডঃ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রকরে এই জনজোয়ার নতুন কিছু নয়, গত কয়েক সপ্তাহ ধরেই তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই সাধারন মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতোন রয়েছে। বঙ্গ বিজেপির এই দাপুটে প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের কারনে শাসকদল যাদবপুর লোকসভা কেন্দ্রে রীতিমতো ব্যাকফুটে রয়েছে।