সান্তাক্লজের ড্রেসের রং লাল – সাদা কেন জানেন?
নিউজ ডেস্কঃ বাতাসে বড়দিনের আমেজ। আর বড়দিন মানেই ক্রিসমাস ট্রি থেকে শুরু করে সান্তাক্লজ। আর এই সান্তাক্লজের কথা মাথায় আসলেই সবার আগে যেকথাটি মনে আসে তাহল গিফটের কথা। বাচ্চারা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে যে এইদিনে রাতে তাদের জন্য সান্তা গিফটের ঝুলি নিয়ে আসবে। তবে এই সান্তা মানেই কি লাল সাদা পোশাক পরিহিত এক বুড়ো? এই নিয়ে রয়েছে একাধিক তথ্য।
তবে বেশ কিছু মহলের মতে এই সান্তাক্লজের ড্রেস কিন্তু প্রথমে লাল ছিলনা। ১৯৩০ সালের দিকে কোকাকলার একটি বিজ্ঞাপনে সান্তাক্লজের ছবি ব্যবহার করা হয়ে থাকে।আর সেই সময় সান্তার রঙ কোকাকলার অফিশিয়াল রঙ সাদা-লাল মিশিয়ে করা হয়। আর তারপর থেকে সান্তার পোশাকে লাল সাদা রং ব্যবহার করা হয়ে থাকে।।