ভারতীয় নোট তৈরি করতে কি জিনিস ব্যবহার করা হয়?
আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকায় তো বহু জিনিসই থাকে, কিন্তু এমন একটা জিনিস যা সবার নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় থাকবেই থাকবে, তা হলো টাকা। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচক্রে অর্থ বা টাকা হলো একটি গুরুত্বপূর্ণ বস্তু। ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়া থেকে শুরু করে, বাজার করা, ইত্যাদি প্রায় প্রতিটি ক্ষেত্রে টাকার প্রয়োজন পড়ে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেনো আসলে অর্থ ছাড়া আমরা অচল। কিন্তু, জানেন কি ভারতীয় নোট কাগজের তৈরি নয়। তাহলে, এখন প্রশ্ন হলো ভারতীয় নোট কী দিয়ে তৈরি?
ভারতীয় নোট হাতে নিয়ে নিশ্চয় আপনার মনে প্রশ্ন উঠেছে এটা কী দিয়ে তৈরি? এমনিতে অনেকেই মনে করেন কাগজের তৈরি ভারতীয় নোট। তবে সেটা পুরোপুরি সত্যি নয়। কাগজ খুব সহজেই ছিঁড়ে যেতে পারে। তাই কাগজ দিয়ে নোট বানানো হয় না। ভারতীয় নোট সম্পূর্ণ তুলো দিয়ে তৈরি করা হয়। এর ফলে নোট বেশি টেকসই হয়।
তুলো দিয়ে নোট কিভাবে বানানো হয়, যাতে তা টেকসই হয়? জেনে নিন বিস্তারিত
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ১০০ শতাংশ তুলো দিয়ে ভারতীয় নোট তৈরি হয়। তবে শুধুমাত্র ভারতেই নয় এরকম একাধিক দেশে তুলো দিয়ে তৈরি হয় ব্যাঙ্ক নোট। তবে কিভাবে তুলো কাগজের মতো নোটে রূপান্তরিত হয় সেটা ভেবে হয়তো অবাক হচ্ছেন। তুলোতে এক ধরনের লিনেন থাকে। আর ব্যাঙ্ক নোট একটি কটন পেপার থেকেই তৈরি হয়। তথ্য অনুযায়ী, সেই পেপারে ৭৫ শতাংশ থাকে কটন এবং ২৫ শতাংশ থাকে লিনেন। প্রথমে তুলোর সঙ্গে জিলেটিন মেশোনা হয়। তার ফলে তা শক্তপোক্ত হয়। এছাড়াও ভারতীয় নোটে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। যার ফলে জাল নোট ও আসল নোটের মধ্যে শনাক্ত করা সম্ভব হয়। প্রসঙ্গত, Reserve Bank of India Act, 1934-র নিয়ম অনুযায়ী কেবলমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কই নোট ছাপাতে পারে। যদি অন্য কেউ এমন কাজ করে বা করার চেষ্টা করে তাহলে তাকে আইনানুগ শাস্তির মুখে পড়তে হবে।