লাইফস্টাইল

দাঁতের ব্যথা সারাতে পেঁয়াজ, পুদিনা পাতার ব্যবহার জেনে রাখুন

নিউজ ডেস্কঃ দাঁতে ব্যাথা। আট থেকে আশি কমবেশি সকলেই ভোগে। আর সেই কারনে দিনের বাকি কাজও ঠিকমতো করতে ইচ্ছে হয়না। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যথার যন্ত্রণায় ঠিকমতো ঘুম পর্যন্ত হয়না। আর সেই কারনে যদি হাতের কাছে যদি পান তবে কেমন হয়? ঘরোয়া টোটকাতেই সারতে পারে দাঁতের ব্যথা। কিন্তু সেই ঘরোয়া টোটকা গুলি ক?

শসাকে দুই টুকরো করে কেটে দাঁতে ধরে রাখুন। ঠাণ্ডার সমস্যা না থাকলে দাঁতের গোঁড়ায় রাখতে পারেন৷ সেক্ষেত্রে দ্রুত দাঁত ব্যথা কমতে পারে৷

লেবুর রসও দাঁতের ব্যথায় বেশ ভালো কাজ করে। লেবুর এক অংশ কেটে নিন৷ এবং সেটিকে দাঁতে ঘষতে থাকুন। দেখবেন কিছু সময় পর দাঁতে ব্যাথা কমেছে।

দাঁতে ব্যথা কমানোর সবচেয়ে সবচেয়ে ভালো উপায় হল পেয়ারা পাতার রস৷ পেয়ারা পাতায় থাকে অ্যানালজেসিকস নামে একটি উপাদান, যা মানুষের দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে।

পুদিনা পাতাও দাঁতে ব্যাথায় ভালো কাজে দেয়। এই পাতা দাঁত দিয়ে আসতে আসতে চেবাতে থাকুন৷ অনেকটা দাঁতে ব্যাথা কমে যাবে।

দাঁতে ব্যাথায় আদা ভালো কাজে দেয়৷

অল্প পরিমাণ ভিনেগার তুলোয় ভিজিয়ে ব্যথা দাঁতে চেপে রাখতে পারেন৷

পরিমাণ মতো নুন জলে দিয়ে ঈষদুষ্ণ গরম করে নিন৷ এই ঈষদুষ্ণ জল দিয়ে গার্গল করতে শুরু করুন৷ অনেকটা আরাম পেতে পারেন৷

দাঁতে ব্যাথায় আলু ভালো কাজ করে।  এক টুকরো কাঁচা আলু কুচি করে কাটুন৷ এরপর সেটিকে সামান্য থেঁতলে তার মধ্যে সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিন৷ এবার তা ব্যথা জায়গায় চেপে ধরে থাকুন৷

লবঙ্গ হল দাঁতে ব্যাথার অব্যর্থ ওষুধ। একটি কাঁচা লবঙ্গ দাঁতের গোঁড়ায় রেখে দিন৷ দেখবেন ব্যাথা অনেক কম হচ্ছে৷ সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে লবঙ্গের তেল থাকে তাহলে তুলো ভিজিয়ে দাঁতের গোঁড়ায় রেখে দিন৷‌

সবথেকে উপকারী হল পেঁয়াজ। সকলের বাড়িতেই সবসময় পেঁয়াজটা প্রায় থেকেই যায়৷ এই পেঁয়াজ দাঁতের ব্যথা কমাতে দারুন কাজ করে৷ দাঁতে ব্যথা হবে পারলে সেই দাঁত দিয়ে এক টুকরো পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন৷ অথবা পেঁয়াজ রস করে নিন৷ তারপর সেই রস দাঁতের গোঁড়ায় আস্তে আস্তে দিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *