আমেরিকার এক ব্যক্তি তো সরাসরি নিজের দেশ বানিয়ে ফেলেছেন! স্লোজামাস্তান! যাবেন নাকি বেড়াতে?
মানুষ চাইলে এই পৃথিবীতে কি না করতে পারে। সেটা পর্বে চূড়া জয় করা থেকে প্রশান্ত মহাসাগরের গভীরে মারিয়ানা ট্রেন্জ জয় করা পর্যন্ত। তবে এই ঘটনা আরও অদ্ভুত। আমেরিকার এক ব্যক্তি তো সরাসরি নিজের দেশ বানিয়ে ফেললেন।
মার্কিন নাগরিক রান্ডি উইলিয়াম, যিনি একজন পেশায় রেডিও জকি,জাতি সংঘের অধীনে যতগুলো দেশ ছিল প্রায় সবকটি দেশ ভ্রমণ করেছেন। একদম শেষে একটি মাত্র দেশ ভ্রমন বাকি থাকা অবস্থায় ঠিক করলেন নিজেই একটা দেশ করবেন। যেমন ভাবা তেমন কাজ। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ১১.০৭ খালি জমি নিজের উনিশ হাজার ডলারে, নিজের নামে কিনে উইলিয়াম সেটাকে আলাদা দেশ হিসাবে তৈরি করে নিয়েছেন। এই নতুন দেশের তিনি নাম রেখেছেন ‘স্লোজামাস্তান’। যেটা আসলে তার রেডিও শো -এর নাম। তিনি নিজেকে সেই দেশের সুলতান হিসেবে ঘোষণা করেছেন। উইলিয়ামের কথায় তার এই দেশ প্রতিষ্ঠানের প্রধান কারণ হল তিনি সম্প্রতি তার শেষ ১৯৩ তম দেশ উজবেকিস্তান ভ্রমন করেছেন, তাই চাইছিলেন ১৯৪ তম দেশ ভ্রমন করতে। তাই এই রকম কাজ।
তিনি চোখে সানগ্লাস, গায়ে স্যুট পড়ে ২০২১ সালের ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার দেশের স্বাধীনতা ঘোষনা করেন। তার দেশের রাজধানীর নাম দেন ”ডাবলানডিয়া”। তিনি তার নিজের দেশের জন্য জাতীয় পতাকা থেকে পাসপোর্ট, মুদ্রা, জাতীয় সঙ্গীত সবই তৈরি করেছেন। এমনকি এই দেশে 500 জন নিবন্ধিত নাগরিক আছেন, উইলিয়াম নিজে তার এই মাইক্রোনেশনে পর্যটকদের ভ্রমণে আমন্ত্রণ জানিয়েছেন। সরকার ও শাসন ব্যবস্থা নিয়ে উইলিয়াম বলেন তিনি এখানে স্বৈরাতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনা করেন। কিন্তু নিজের দেশের নামের আগে স্বৈরতান্ত্রিক নাম টা যুক্ত করতে ভোলেননি।
অন্যান্য দেশের মতো এখানেও ভোটের ব্যবস্থা আছে, শাসক রান্ডি উইলিয়ামের কথায় এই দেশের জাতীয় ফল, জাতীয় পশু, জাতীয় খেলা তিনি সেটা নির্বাচন করবেন ভোটের মাধ্যমে। নিজের দেশের জন্য আলাদা পাসপোর্ট সিস্টেমের ব্যবস্থা করেছেন তিনি, যে পাসপোর্ট ব্যবহার করে আপনি অন্য দেশ ভ্রমণ করতে পারবেন।
রান্ডি উইলিয়ামের কথায় স্বাধীন জাতি রাষ্ট্র হওয়ার জন্য যে নিয়ম কানুন গুলো প্রয়োজন সে সব গুলোই তার এই মাইক্রোনেশনে আছে। তাই উইলিয়ামের এখন একটাই লক্ষ্য আমেরিকার সরকারের কাছ থেকে তার মাইক্রোনেশনকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করা, উইলিয়ামের কথায় তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বহুবার টুইটার, ইনস্টাগ্রাম, ই-মেইল মেসেজ করেছেন কিন্তু কোনো সাড়া পাননি, কিন্তু তিনি হাল ছেড়ে দেবেন না।
তবে আপনি যদি এই দেশে কোনোদিন ঘুরতে যান তাহলে আর যাই হোক হাওয়াই চপ্পল পড়বেন না। কারণ উইলিয়াম আগে থেকেই তার দেশের নাগরিকদের জন্য সেটা নিষিদ্ধ করেছেন।