দুর্গা পুজার খবর

আশ্বিন মাস সঠিক সময় না হলেও কেন এই সময় দুর্গা পূজা করে সকলে?

নিউজ ডেস্কঃ দুর্গা পূজা বাঙালিদের জাতীয় উৎসব।দুর্গা পূজা শুরু হয় আশ্বিন মাসে যেটিকে আমরা আবার অকাল বোধন বলেও জানি।এই অকাল বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। আমরা জানি যে রামচন্দ্র রাবনকে যুদ্ধে পরাজিত করার জন্যে দুর্গা পূজা করেছিলেন।তবে আপনারা কি জানেন যে রামচন্দ্রের আগে রাবন দুর্গা পূজা করতেন এবং সেটি আশ্বিন মাসে নয়? তাহলে জেনে নিন রাবনে করা দুর্গা পূজার কিছু অজানা তথ্য।     

পৌরাণিক কাহিনী অনুযায়ী,   রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বানরসেনা-সহ উপস্থিত হন রাবনে লঙ্কায় এবং রাম সেখানে গিয়ে যুদ্ধক্ষেত্রে রাবনের উগ্ররূপ দেখে চিন্তায় পড়েছিলেন। কারন রাম জানতেন না যে  রাবণ দেবাদিদেব মহাদেবকে কঠোর তপস্যায় সন্তুষ্ট করে বর লাভ করেছেন এবং  সেই সঙ্গে রাবণ ত্রেতাযুগে বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করতেন। যেটাকে আমরা বাস‌ন্তী পুজো হিসেবেই সবাই জানি। এই সময়টি দেবীর আরাধনার আসল সময়  কারণ এ সময় দেবী জেগে থাকেন।আর এই জন্যই এই পুজোয় বোধনের প্রয়োজন হয় না। আর এই কারনে  রাবণকে যুদ্ধে হারানো অসম্ভব। এ দিকে রাবণ বধ না হলে তো সীতা উদ্ধারের আশা নেই। এই নিয়ে  স্বয়ং দেবরাজ ইন্দ্রও দুশ্চিন্তাগ্রস্থ হন। কারণ  দৈবববাণী  হয়েছে রামই একমাত্র রাবণ বধ করতে পারবেন। আর এই সমস্যা থেকে উদ্ধারের জন্য  দেবরাজ  ব্রহ্মার কাছে গিয়ে পরিস্থিতির বর্ণনা করে।  তখন ব্রহ্মা এই সমস্যা সমাধানের জন্য নিজে দেবী দুর্গার পুজো করেন এবং দেবীকে সন্তুষ্ট করে উপায় জিজ্ঞাসা করেন। আর তখন দেবী  বলেন যে রামচন্দ্রকে অকাল বোধন করে দেবীর পুজো সম্পন্ন করতে হবে। তবেই দেবী রামচন্দ্রকে সাহায্য করবেন রাবণকে বধ করার জন্য।আর তাই রাম আশ্বিন মাসে দেবী পূজা করেন যা অকালবোধন বলা হয়।তাই বলা যায় যে রামে আগে রাবন দুর্গা পূজা করতেন সেটি বাসন্তী পূজা নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *