বনেদী বাড়ির দুর্গাপূজা

মহাদেবকে জামাইরূপে পুজো করা হয়। এই বনেদি বাড়িতে পুজাতে দেখা যায় দেবী মূর্তিতে শিবের কোলের দুর্গার অবস্থান

নিউজ ডেস্কঃ মা দুর্গা আমাদের মনকে  আনন্দের উচ্ছ্বাসিত করছে আবার সেই সারা রাত ধরে মণ্ডপে মণ্ডপে  গিয়ে ঠাকুর দেখার কথা মনে পড়ে যায়।আমরা যখন ঠাকুর দেখতে যায় তখন আমাদের চোখ সবসময় আলাদা কিছু দেখতে চায়।তাই একের পর এক মণ্ডপে যায় মায়ের দর্শনের জন্য।আর সেখানে গিয়ে আমরা আলাদা আলাদা মণ্ডপের থিম দেখি কিন্তু থিম আলাদা হলেও মায়ের মূর্তি কিন্তু সেই মহিষাসুরমর্দিনী রুপেই দেখে থাকি।কারন সব জায়গাতেই মহিষাসুরমর্দিনী রুপেই মাকে পুজা করা হয়।কিন্তু সব জায়গায় মাকে মহিষাসুরমর্দিনী রুপে পুজা করা হলেও কলকাতায় এমন কয়েকটি জায়গা আছে সেখানে মাকে একটি অন্যরুপে পুজা করা হয়।  তাই এবার থিমের পাশাপাশি মায়ের একটি আলাদা রুপ যদি দেখতে হলে যেতে হবে উত্তর কলকাতার ভোলানাথ ধাম দত্ত বাড়িতে।উত্তর কলকাতার  ওই বনেদি বাড়িতে উমাকে দশভূজা রুপে নয় ওখানে উমার শান্ত রূপকে পুজা করেন।এই রুপে দেবীর হাতে থাকে না কোন অস্ত্র এবং  শিবের কোলে চেপে উমা আসেন। এখানে মা দুর্গা যেন সপরিবারে বাপের বাড়ি বেড়াতে এসেছেন আর এখানে মহাদেবকে জামাইরূপে পুজো করা হয়।তাই এই বনেদি বাড়িতে পুজাতে দেখা যায় দেবী মূর্তিতে শিবের কোলের দুর্গার অবস্থান।তাই এই পুজাতে ঘুরে আসুন উত্তর কলকাতার ভোলানাথ ধাম দত্ত বাড়িতে।

কীভাবে যাবেন

বিডন স্ট্রিটের হেদুয়া মোড় থেকে অটোতে মিনিট দুয়েকে রাস্তা। ছোট স্কটিশ চার্চ স্কুলের দিক থেকে এলে হাঁটা পথে মিনিট চার। মুকুল বীথি স্কুলের ঠিক পাশে এসে পড়লেই ঢাকে আওয়াজে শুনতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *