হাসপাতালের বিছানার চাদর সাদা হওয়ার পেছনে কি কারন রয়েছে?
নিউজ ডেস্ক: আমাদের চারপাশের এমনকি অনেক কিছুই দেখা যায় যা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলেও তার পিছনে থাকা কারনটা অজানায় থেকে যায়।যেমন কোনো রুগীকে হাসপাতালে দেখতে গেলে আমরা দেখি যে হাসপাতালগুলোর বিছানার চাদর, পর্দা এমনকি দেয়ালের রঙ পর্যন্ত সাদা থাকে।কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর হাতে গোনা মানুষ জানে কি না সন্দেহ আছে। তাহলে জেনে নিন হাসপাতালে সাদা রঙকে প্রাধান্য দেওয়া পিছনের কারন?
হাসপাতালের বিছানার চাদর সাদা রাখার কারন তাতে সামান্য ময়লা লাগলেও তা দ্রুত বোঝা যায়।যার ফলে চাদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক বেশি সুবিধা হয়।এছাড়াও রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বা অন্য কোনও তরল নিঃসৃত হলে তা যেন তৎক্ষণাৎ নজরে আসে, সেই কারনেও সাদা চাদর পাতা থাকে বিছানায়।
সাদা রং স্নিগ্ধতা ও শান্তির প্রতীক।তাই মনে করা হয় যে রোগীর চারদিকে সাদা থাকলে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকতে সাহায্য করে ।
সাদা রঙ আলোর প্রতিফলন ঘটায়। এই কারনে হাসপাতালের দেয়ালের রঙও সাদা থাকে।এরফলে ঘরজুড়ে যেন থাকে এক ধরনের ইতিবাচক শক্তি।