অফবিট

পৃথিবীর প্রথম রক্তখেকো ভেম্পেয়ার কোন দেশে খোঁজ পাওয়া গেছিল?

নিউজ ডেস্ক: কোন দেশের মানুষ হাতে ঘড়ি ছাড়া বের হয়না জানেন? ইউরোপ মহাদেশে অবস্থিত সার্বিয়া দেশটি ইউরোপের অন্যতম ধনী দেশ যার সরকারি নাম রিপাবলিক অফ সার্বিয়া। এখানে 57 শতাংশ লোক শহরে 43 শতাংশ লোক গ্রামে বসবাস করে। এই দেশের ইতিহাস অনেক পুরনো। বহু ঐতিহাসিকগণ ঘটনার সাক্ষী দেশ।

সার্বিয়া দেশ সম্পর্কে 10 টি তথ্য হলো-

1. ইউরোপের সকল দেশে কম বেশি বরফ বৃষ্টি হয়ে থাকে কিন্তু তার তুলনায় এই দেশে বছরে ছয় থেকে সাত মাস বরফাবৃত হয়ে থাকে।

2. এখানকার লোক অল্প বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে থাকে এই দেশ পুরো বিশ্বকে বিভিন্ন বিজ্ঞানি রসায়নবিদ উপহার দিয়েছে।

3. সার্বিয়া দেশটি অনেকটা রহস্যময় এখানে এমন কিছু পাহাড় রয়েছে যা পিরামিডের আকৃতির মত দেখতে। সার্বেয়ার লোকেরা মনে করে এই পাহাড়ে বহু আগে এলিয়ান দের আস্তানা ছিল তারা এখানে এসে এই জায়গাটির আকৃতি এমন বানিয়েছে।

4. সার্বিয়ার লোকেদের সকালের সর্ব প্রথম কাজ হলো কফি পান, তারা খালি পেটে কফি পান করে। এবং কফি তাদের কাছে অনেক প্রিয় একটি পানীয়।

5. এই দেশে বহু প্রকার ফল পাওয়া যায়। প্রচুর পরিমাণে রসপভরি পাওয়ার জন্য এই দেশকে কান্ট্রি অফ রসপভরি বলা হয়। এখান থেকে এই ফল অন্যান্য দেশে রপ্তানি করা হয়।

6. রাজধানী বেলগ্রেড জীবনযাত্রা অনেক জাঁকজমকপূর্ণ মজাদার হয়ে থাকে এখানে প্রতি সন্ধ্যায় ক্লাব আনন্দে হাসি ঠাট্টা দিয়ে ভরে উঠে।

7. সার্বিয়া একটি নদী আছে যার নাম ইয়ার নদীর এই নামকরণের পেছনের কারণ হল  এই নদীর দৈর্ঘ্য 365 মিটার একটি বছরের  দিন সংখ্যা।

8. এখানকার ছেলে মেয়েরা খুবই সুদর্শন হয়ে থাকে ইউরোপের মধ্যে ইতালির পরে সার্বিয়া ফ্যাশন ইন্ডাস্ট্রি তে বেশি কর্মরত থাকে।

9. সার্বিয়া প্রতিটা ব্যক্তি হাতে ঘড়ি ছাড়া বের হয় না। তাদের প্রত্যেক জীবনের সাথে ঘড়ি ওতপ্রোতভাবে জড়িত। তারা মনে করে হাতে ঘড়ি পরা থাকলে ব্যক্তি জীবনের কাজ চলতে থাকবে।

10. পৃথিবীর সবথেকে প্রথম ভেম্পেয়ার সার্বিয়ার মানুষ ছিল। এই রক্তখেকো মানুষটির নাম পিটার ব্ল্যাগোজেভিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *