ভারতবর্ষের কোন রাজ্যকে শিস রাজ্য বলে? কেনই শিস বলে ডাকা হয়?
নিউজ ডেস্ক – একঘেয়েমি জীবন থেকে অবসর পেতে ঘুরাঘুরির পথ বেছে নেয় সাধারন মানুষ। সেই ক্ষেত্রে কখনো সমুদ্রের টানে তো কখনও পাহাড়ের দিকে ছুটে যায় বহু ভ্রমণ প্রেমিকরা। ঠিক সেই ভাবেই এবার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের তালিকায় উঠে এসেছে মেঘালয়ের অন্যতম শিস শহর অর্থাৎ কোংথোং গ্রাম। এখানকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক মানুষের পোশাককি নামের সঙ্গে যুক্ত রয়েছে শিস কথাটি।
এক এক জায়গায় এক এক রকম মন্যতা থাকে। ঠিক সেইভাবেই মেঘালয়ের এই ছোট্ট গ্রামের রেওয়াজ অনুযায়ী এখানে সবাই একে অপরকে তাদের নিজস্ব নাম ধরে না ডেকে শিসের শব্দে ডাকে। সেই কারণেই মেঘালয়ের আরেক নাম দ্য হুইসেলিং ভিলেজ অফ মেঘালয়।
গোটা বিশ্বে মেঘালয়ের পাশাপাশি এই শিস গ্রাম মূলত দেখতে পাওয়া যায় তুরস্ক বা ক্যানারি দ্বীপের একাধিক জায়গায়। যার কারণে এরকম অভিনব জায়গা খুব কম হওয়ায় এগুলো ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে থাকে। এছাড়াও মেঘালয়ের এই গ্রামের অভিনবত্বের কারণে বিশ্বের পর্যটন মানচিত্রে আলাদা একটা জায়গা করে নিয়েছেন। আবৃতি বিখ্যাত হওয়ায় বর্তমানে সেরকম গ্রাম স্বচক্ষে দর্শন করতে ভিড় জমায় বহু পর্যটকরা।