চোখের চারপাশে কালো দাগ দূর করার উপায়
নিউজ ডেস্কঃ সুন্দর ত্বকের আধিকারিক কে না হতে চাই।কিন্তু বর্তমান দিনে তা পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে নানা কারনের জন্য।এই কারনগুলি মধ্যে একটি হল বাইরের প্রোডাক্ট ব্যবহার করা।যাতে ততক্ষণাৎ ফল দিলেও তা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ীয় হয় না।উল্টে এই প্রোডাক্টগুলি আমাদের ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।তাই সুন্দর হতে চাইলে বাইরের প্রোডাক্ট ছেড়ে ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চা করুন।এতে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার পাশপাশি ত্বককে সুন্দর করতে সাহায্য করবে। তাহলে জেনে নিন কিছু ঘরোয়া উপকরণগুলি সম্পর্কে।
ব্রণ এবং পিমপিলস প্রতিরোধ করতে-
ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে একটি পাত্রে সামান্য নিম এবং মুলতানি মাটি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগান ৷এতে ব্রনের সমস্যা দূর হওয়ার পাশপাশি ত্বককে মসৃণ করতে সাহায্য করবে।
কিভাবে ত্বকের গ্লো ফেরাবেন ?
ত্বকের উজ্জলতা হ্রাস পাওয়া একটি প্রধান কারন হল মৃত কোষের কারনে। তাই মৃত কোষ দূর করে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে রোজ নিয়ম করে বেসন দিয়ে মুখ ধুয়ে গোলাপ জলের ব্যবহার করুন।
চোখের চারপাশে কালো দাগ দূর করার উপায়
আমাদের চোখের চারপাশে নানান কারন যেমন- দেরী করে রাত্রিতে ঘুমান, কাজের চাপে চিন্তা করা ইত্যাদির জন্য কালি পড়ে।যা সৌন্দর্য্যতাকে নষ্ট করে দেয়।তাই সৌন্দর্য্যতা বৃদ্ধি করার জন্য চোখের তলায় কালো দাগ দূর করা প্রয়োজন। তাই এটি দূর করতে শশার সঙ্গে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগান।এটি রোজ ব্যবহারের করুন এতে দেখবেন চোখের চারিপাশের কালো দাগ দূর হয়ে গেছে৷
সাদা চামড়া নিয়ন্ত্রণ
অনেক সময় ত্বকে সাদা ছোপের দেখা যায় আর এর থেকে মুক্তি পেতে টমেটোর সঙ্গে কাচা দুধের ব্যবহার করুন।এটি ত্বকের সাদা ছোপ দূর করার পাশাপাশি ত্বককে রোদে পুরে যাওয়ার থেকে প্রতিরোধ করবে৷
উজ্জ্বল ত্বক পাওয়ার টিপসত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে একটি পাত্রে পাকে পেঁপের নিয়ে তাতে কাচা দুধ , মুলতানি মাটি এবং গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন বা পাকা কলার প্যাক ব্যবহার করুন।এটি আপনা ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করবে।