১১০০ বছরের পুরনো স্বর্ণ মুদ্রা উদ্ধার ইসরায়েল থেকে। তবে এটি কোন আমলে তৈরি জানেন?
নিউজ ডেস্ক – স্বর্ণালঙ্কার কিংবা স্বর্ণমুদ্রা বিষয়গুলি প্রাচীন যুগে বহুল প্রচলিত ছিল। তবে বর্তমানে সেই প্রাচীন যুগের ১১০০ বছরের মুদ্রা উদ্ধার হয়েছে কিছু মাস আগে ইজরায়েল থেকে। যথারীতি মুদ্রা উদ্ধার হতেই রীতিমত হইহই রব পড়ে গিয়েছিল ইসরাইলে। ইসরাইলে বসতি গড়ার জন্য এক যুবক সেখানে ওয়ার্কশপ গড়ে তোলার খাতিরে মাটি খনন করতে সেখান থেকে উদ্ধার হয়। এরপরই দূষণমুক্ত তুলে দেওয়া হয় প্রত্নতত্ত্ববিদদের হাতে।
পরবর্তীতে ইজরায়েল অ্যান্টিকস অথরিটির তরফে প্রথম তত্ত্ববিদ লিয়াত নাদাভ জিভ এবং এলাই হাড্ডাদ একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন প্রায় ৪২৫টি স্বর্ণ মুদ্রা উদ্ধার করা গেছে যা ১১০০ বছর পুরনো। মূলত আব্বাসীয় আমলে অর্থাৎ আজ থেকে প্রায় এক হাজার বছরের বেশি আগে এই মুদ্রার প্রচলন ছিল। যে গুলি প্রধানত নবম শতাব্দীর শেষের দিকে পূর্ব এবং উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশে ব্যবহার হতো। অর্থাৎ মাটি খুড়লে এখনও যে প্রাচীন নিদর্শন পাওয়া যায় এটি তার অস্তিত্ব প্রমাণ করেন।