কোথাও ঘুরতে গেলে অবশ্যই মেইন সুইচ বন্ধ করে যাবেন। বিদ্যুৎ বিল কমানোর কিছু টিপস
বিশেষ সংবাদাতা: কাঠফাটা গরমে সবাই প্রায় অতিষ্ঠ।গরম থেকে মুক্তি পেতে সবাই হয়রান হয়ে একটু ঠাণ্ডা খোঁজে এই সময়।তাই রাত দিন ঘুরছে পাখা,অনবরত চলছে কুলার, এসি।শুধু তাই নয় এর সাথে রয়েছে আরো বিভিন্ন বৈদ্যুতিক জিনিসপত্র যেমন বৈদ্যুতিক বাল্ব, কম্পিউটার, ওয়াশিং মেশিন,চিমনি,আরো কত কি।আর তার ফল স্বরূপ এসে হাজির হচ্ছে লম্বা বিদুৎ বিল যা দেখে চক্ষু একেবারে চড়কগাছ সঙ্গে কপালে চওড়া ভাঁজ!ভাবছেন তো কীভাবে কমানো যায় বিদ্যুৎ বিল?
বিদ্যুৎ বিল কমানোর কিছু কৌশল আছে। চলুন দেখে নিই কিভাবে সঞ্চয় করা যায় বিদ্যুৎ এবং কমানো যায় বিল:
১. অহেতুক অপচয় করার মানসিকতাটা এবার ছাড়ুন।বাড়িত যে ঘরে কেউ থাকছে না সেই ঘরের বাতি ও ফ্যান বন্ধ রাখুন।
২. ঘর থেকে বের হলে বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের সুইচ বন্ধ রাখুন।
৩. কিছুদিনের জন্য কোথাও ঘুরতে গেলে অবশ্যই মেইন সুইচ বন্ধ করে যাবেন।
৪. প্রাকৃতিক আলো-বাতাসের উপর একটু ভরসা রাখুন।ঘরের জানলা খুলে রাখুন মাঝে মাঝে।এতে বাইরের বাতাস ঢুকে ঘর ঠান্ডা হবে। এছাড়াও ঘরের দেয়াল, ছাদ, পর্দা ও আসবাবপত্র সাদা রঙের ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হয়।এতে ঘর ঠাণ্ডা থাকে।
৫. ফ্রিজে গরম খাবার রাখবেন না। নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখুন।মাথায় রাখবেন অপ্রয়োজনে যেনো ফ্রিজ না চলে।
৬. এসি চালানোর ব্যাপারে বাড়তি সতর্কতা বজায় রাখুন। সারারাত কখনো এসি চালাবেন না। কয়েক ঘণ্টা এসি চালানোর পর ফ্যান চালিয়ে দিন, এতে ঘর ঠাণ্ডা থাকবে।
৭.জামাকাপড় ইস্ত্রি করার সময় একবারে অনেকগুলো কাপড় ইস্ত্রি করুন। ততে বিদ্যুৎ খরচ বাঁচবে।
৮. এলইডি আলো বিদ্যুৎ বাঁচাতে দারুণ দক্ষ। বাড়িতে এলইডি লাইট ব্যবহার করুন।এতে বিদ্যুৎ খরচ কমবে।
৯. ল্যাপটপ, মোবাইল এবং ডিজিটাল ক্যামেরা-সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ দেওয়ার পর অবশ্যই চার্জার খুলে রাখুন।