মস্তিষ্কের কোষ নষ্ট করে ফেলছে নেলপলিশ
নিউজ ডেস্কঃ নখের সৌন্দর্য বাড়াতে মেয়েরা নেলপলিশ ব্যবহার করে থাকে।মেয়েদের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রসাধনীর মধ্যে একটি হল এই নেলপলিশ।কিন্তু এই নেলপলিশের ব্যবহার আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক জানেন? এটি আমাদের শরীরের সাথে সাথে আমাদের মস্তিষ্কেরও ক্ষতি করে।তাই নেলপলিশ ব্যবহারের আগে জেনে নিন এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে।
নেলপলিস যার মধ্যে থাকে টলুইন নামক একটি কেমিক্যাল যা মাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক।এছাড়াও এই কেমিক্যাল থেকে আমাদের মস্তিষ্ক অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।যেমন- মস্তিস্কের কোষগুলি নষ্ট করে দিতে পারে।
এছাড়াও এই টলুইন গাড়ি রঙ বা বাড়ির দেওয়ার রঙ করতে ব্যবহার করা হয়ে থাকে।তাই এইসব রঙ করার সময় মাস্ক পরে থাকে।যেহেতু নেলপলিশে এই কেমিক্যালটি ব্যবহৃত হয় তাই বিশেষজ্ঞরা মনে করেন যে নিয়মিত নেলপলিশ ব্যবহার করলে তাদের মাস্ক পরা উচিত।এটি না করলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।