ভারতবর্ষেই এমন এক রাজার সন্ধান পাওয়া গিয়েছে যিনি ৬০জন স্ত্রী নিয়ে সংসার করেন
নিউজ ডেস্ক – রাজবংশী বা মুঘল আমলে শত রাণী নিয়ে সংসার করার রেওয়াজ ছিল তখনকার রাজা বা সম্রাটদের মধ্যে। কিন্তু কালের পরিবর্তনে ও সরকারি নিয়ম অনুসারে একজন স্ত্রীর বেশি কোন ব্যক্তির দ্বিতীয় স্ত্রী রাখা অবৈধ বলে মনে করা হয়। কিন্তু বর্তমানেও এমন এক রাজার সন্ধান পাওয়া গিয়েছে যিনি ৬০জন স্ত্রী নিয়ে সংসার করেন। এবং যার নেতৃত্বে রয়েছে ৭৫টি গ্রাম। তাহলে চলুন রাজার সম্পর্কে কিছুটা স্ববিস্তারিতভাবে খুলে বলা যাক।
বর্তমানে এই রাজা কোন্যাক উপজাতির। এনার রাজত্ব অর্থাৎ রাজার অধীনস্থ ৭৫ টি গ্রাম রয়েছে ভারত ও মায়ানমার অঞ্চলে। কিছু গ্রাম মায়ানমারের অন্তর্গত কিছু গ্রাম ভারতের অন্তর্গত হওয়ায় তার অধিনস্ত নাগরিকরা দুই দেশের নাগরিকত্ব পায়। তবে আগেকার রেওয়াজ অনুযায়ী রাজার বংশধররা যে পরবর্তী রাজ সিংহাসনে বসা ছাড়া আর অন্য কোন কাজ করা যাবে না এমনটা নয়। সম্প্রতি রাজার পুত্রেরা মায়ানমার সেনাবাহিনী এক বিশিষ্ট পদে সেনা হয়ে দেশ রক্ষার কাজে নিয়োজিত। কৌতূহলবশত সবারই একটা প্রশ্ন মনে জাগবে। রাজার ৬০ রাণী থাকায় কাকে কোন দিন সময় দেন তিনি ! তবে এখানে বলে রাখা উচিত বছরের ৩৬৫ দিনই কোন না কোন সময় নির্ধারিত করা থাকে ৬০ রাণীর জন্য। তবে রাজা যেমন তার রাণীদের গুরুত্ব দেয় সেরকম রানীরাও রাজাকে চোখে চোখে রাখে।
