এমন একটি গ্রাম রয়েছে যেখানে মেয়েরা স্নান না করেই নিজেদের রূপ ও যৌবন ধরে রাখতে পারেন
নিউজ ডেস্ক – নিজের রূপ ধরে থাকতে কিনা করে থাকেন মেয়েরা। তবে সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই ছেলেরাও। ডায়েট চার্ট থেকে শুরু করে স্পা সবকিছুই করে থাকেন ছেলে হোক কিংবা মেয়ে। তবে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মেয়েরা স্নান না করেই নিজেদের রূপ ও যৌবন ধরে রাখতে পারেন। বিষয়টি শুনতে আজব লাগলেও আদতে বাস্তবে ঘটে থাকে এই ঘটনা।
লোকো ভাষ্যমতে, উত্তর নামিবিয়ার কুইন প্রদেশে এক উপজাতি রয়েছে যাদের মহিলাদের নাকি জল ছোঁয়া বারণ। তারা জন্ম থেকেই কোনদিন স্নান করেন না। অথচ তাদের রূপের তুলনা হয়না। যদিও লুকায়িত রয়েছে কিছু রহস্য। জানা যায় এই প্রজাতির মহিলারা না স্নান করেন আর নাই কোনো জামা কাপড় পরিষ্কার। এর বিকল্প পথ হিসেবে তারা বেছে নিয়েছেন গাছের পাতা। বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছের পাতা পুড়িয়ে তার ধোঁয়া নিজেদের গায়ে মাখে মেয়েরা। পাশাপাশি যখন তারা ঘেমে যান ওই তোমার সঙ্গে কম্বল জড়িয়ে গায়ে রেখে দেন তারা। কার্যত সেই কারণেই সারা জীবন স্নান না করা সত্ত্বেও স্বর্গের অপ্সরা থেকে কোন অংশে কম থাকেন না এই প্রজাতির মেয়েরা।
