সকালে খালি পেটে চা খেতে কেন নিষেধ করা হয়?
নিউজ ডেস্কঃ সকালে শুরুটা হয় প্রায় সব মানুষের কাছে হাতে এক কাপ চা নিয়ে।তাই চা দিয়ে শুরু হওয়া দিনটা প্রত্যেক মানুষের কাছে ভালো দিনের অনুভুতি দেয়।কারন এমন অনেক মানুষ আছে যাদের সকালে চা না পেলে যেন দিনটায় শুরু হতে চায় না।তাই সকালে চা খাওয়াটা একটা নেশায় পরিনত হয়েছে মানুষের কাছে।কিন্তু এই অভ্যাসটা যে কতটা ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে টা জানেন কি? যেটাকে আপনারা ভালো অনুভুতি হিসাবে ভাবছে যে আপনরা শরীরে মারাত্মক ক্ষতি করছে।তাই জেনে নিন যে সকালে খালি পেটে চা খাওয়ার ক্ষতিকারক প্রভাব।
বর্তমান দিনে প্রচুর মানুষ অ্যাসিডিটির সমস্যায় ভোগে।এর একটি অন্যতম কারন হল সকালে খালি পেটে চা খাওয়া।কারন খালি পেটে চা খেলে তা অ্যাসিডিটি সমস্যা বৃদ্ধি করে এবং ক্ষুদে কমিয়ে দেয়।
অনেকে মনে করে যে ব্ল্যাক টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারি। কিন্তু আপনারা কি জানেন যে খালি পেটে ব্ল্যাক টি খাওয়া কতটা ক্ষতিকারক।এতে পেট ফাঁপার সম্ভাবনা বৃদ্ধি পায়।
আবার অনেকে সকালে আদা চা খায়।তারা মনে করে যে এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারি।কিন্তু মেটেও তা নয়।কারন খালি পেটে আদা চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পেতে পারে।
চায়ে থাকা ট্যানিন নামক একটি উপাদান যার ফলে খালি পেটে চা খেলে বমি বমি ভাবের সমস্যা দেখা দিতে পারে।
অনেকে কড়া করে চা খাওয়া পছন্দ করে।কিন্তু এই খালি পেটে কড়া চা খাওয়া ক্ষতিকারক এতে অনেক সময় আলসার হওয়ার সমস্যা দেখা দিতে পারে।
এছাড়াও খালি পেটে চা খাওয়ার ফলে শরীরের প্রোটিন ও অন্যান্য নিউট্রিয়েন্টসের সক্রিয়তা কমে যেতে পারে।