কিডনিতে কেন পাথর হয় জানেন? এখনই সাবধান হয়ে যান
কিডনিতে পাথর অনেকেরই হয়। কিন্তু এই পাথর কেন হয় সেটা কি জানেন আপনারা? তাই পাথর হওয়ার কারণটা জানা থাকলে এই পাথর হওয়ার হাত থেকে নিজেদের কে বাঁচাতে পারবেন। তাই জেনে নিন কিডনিতে পাথর হওয়ার কারণ গুলি-
কিডনিতে পাথর হওয়ার কারন গুলোর মধ্যে একটি প্রধান কারণ হলো শরীরে জলের স্বল্পতা।
শরীরে ক্যালসিয়ামের মাত্রাতিরিক্ত আধিক্য।
প্রতিদিন দুধ জাতীয় খাবার যেমন দুধ পনির ইত্যাদি অত্যাধিক পরিমাণে খাবার অভ্যাস।
লক্ষণ-
মাঝেমধ্যে অল্প লাল বর্ণের প্রস্রাব হওয়া।
মাঝেমধ্যে বমি ভাব বা অনেক সময় বমিও হতে পারে।
কিডনি যেখানে থাকি সেখানে মাঝে মধ্যে ব্যথা করা এবং সেই ব্যথা তীব্র হলেও খুব বেশিক্ষণ ধরে থাকে না।
প্রতিকার-
এই সমস্যা এড়াতে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত।
প্রস্রাব আটকে রাখা একদমই উচিত নয়।
ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাওয়া ভালো।
দুধ জাতীয় খাবার যেমন দুধ পনির ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।
এছাড়াও ইউরিনে ইনফেকশন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত আবশ্যিক