“নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ”। নেতাজির সেরা ১৫ টি উক্তি
নিউজ ডেস্কঃ “তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো” জাতির উদ্দেশ্যে দেওয়া নেতাজির এই উক্তিটি গোটা দেশবাসীর কাছে চিরস্বরনীয় হয়ে রয়েছে গেছে। ঠিক এইরকমই দেশবাসীর উদ্দেশ্যে আরও কিছু বার্তা প্রদান করেছিলেন তিনি যা দেশবাসীর মনে অনুপ্রেরনা যোগানোর মন্ত্র হিসাবে রয়েছে গেছে ইতিহাসের পাতায়।
নেতাজির কিছু সেরা উক্তি-
* “মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত।”
* “নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ”।
* “আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল, , দারিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উত্পাদন। যে সমস্যাগুলির সমাধান হবে, কেবলমাত্র সামাজিকভাবনা চিন্তার দ্বারা।”
* “জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ।”
* “প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়।”
* ” জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।”
* “ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো!..যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মৃত্যু বরণ করব।”
* “বাস্তব বোঝা কঠিন। তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।”
* “মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না। আমাদের আত্মশক্তি থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে উত্সাহ দেবে।”
* “নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।”
* “যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে , তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়।”
* “স্বাধীনতা দেওয়া হয়না, ছিনিয়ে নিতে হয়।”
* “কোনও একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।”
* “শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোন আসল পরিবর্তন সাধিত হয়নি।”
“মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ।”