২০২২ এ একাধিক রেকর্ড ভাঙ্গলেন লিওনেল মেসি
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ আর্জেন্তিনার হাতে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিনত হয়েছিল রুদ্ধশ্বাস করা খেলায়। সমানে সমানে টক্কর দিচ্ছিল ফ্রান্স এবং আর্জেন্তিনা। তবে অবশেষ জয়টা ছিনিয়ে নিল আর্জেন্তিনা। ফাইনাল অতিরিক্ত সময়ে ৩-৩ ব্যবধানে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতল। বহু বছর পর জিত আর্জেন্তিনার হাতে এলেও এই জিত গড়েছে এক নজরকারা ইতিহাস। সেই ইতিহাসে লিওলেন মেসি গড়েছে একাধিক বিশ্বরেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি সময় খেলার রেকর্ড গড়েছেন মেসি। পাওলো মালদিনি ২,২১৭ মিনিট খেলেছিলেন। ফাইনালে পুরো ১২০ মিনিট খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। শুধু তাই নয় একটি বিশ্বকাপের প্রতিটি নক-আউট ম্যাচে গোল করেও নজির গড়লেন লিওনেল মেসি।
পুরুষদের বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে জার্মানির লোথার ম্যাথিউজের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। জার্মানির এই প্লেয়ার ২৫ টি ম্যাচে খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপের শেষ খেলা খেলে মেসি নতুন রেকর্ড। তাঁর এটি ২৬ তম ম্যাচ ছিল। এ ছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখলেন মেসি। গোল্ডেন বল জেতার পাশাপাশি দেশকে বিশ্বকাপ জেতালেন লিওনেল মেসি ।