রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পাকিস্তানের বন্যা। ২০২২ এ একাধিক দেশ যেভাবে প্রভাবিত হয়েছে
নিউজ ডেস্ক: জীবন কখনো একই সরলরেখায় চলে না। কোন খারাপ সময় আবার কখনো ভালো সময়ের মধ্যে দিয়েই চলে হয়। ঠিক সেভাবেই চলতি বছরও এইরকম ওঠা পড়ার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আমরা যদি আন্তর্জাতিক জগতের দিকে তাকাই তাহলেও এই দৃশ্যই আমরা দেখতে পাবো। আন্তর্জাতিক জগতও চলতি বছরে বেশকিছু পরিস্থিতি সম্মুখীন হয়েছে। চলতি বছরের দিকে ফিরে তাকালেই উঠে আসে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা।
2022 সালে বিশ্ব সম্মুখীন হয় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের। এই যুদ্ধে বহু সংখ্যক মানুষ নিহত হয়েছিল।
করোনার সংকট কাটতে না কাটতেই চলতি বছরে মাঙ্কিপক্স এক মহামারীর রূপ নেয়। মাঙ্কিপক্স প্রথম ধরা পরে লণ্ডনে।
চলতি বছরে পাকিস্তান বর্ষায় বন্যায় প্লাবিত হয়। যার ফলে বহু মানুষ প্রাণ হারায়।
এই বছরই শ্রীলঙ্কা অর্থনৈতিক দিক থেকে ভেঙে পরে এবং দেশবাসীরা শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী ওপর হামলা চালায়।
জাপানের প্রাক্তন রাষ্ট্রপতি শিনজো আবে কে চলতি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রকাশ্যে হত্যা করা হয়। তেতসুইয়া ইয়ামাগামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়।
8 সেপ্টেম্বর ৭০ বছর রাজত্ব চালানো দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। এরপর সেই সিংহাসনে বসেন প্রিন্স চার্লস।
চলতি বছরে ইরানে এক বিক্ষোভের সৃষ্টি হয়। এই বিক্ষোভ সৃষ্টি হয়েছিল ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে। জানা যায় যে ইরানের নৈতিক নীতি লঙ্ঘন করার জন্য আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অভিযোগ তোলা হয় যে হিজাব আইন লঙ্ঘন করার কারণে তাকে হেফাজতে থাকাকালীন সময়ে পিটিয়ে খুন করা হয়।
চলতি বছরে প্রথম এক হিন্দু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি হলেন ঋষি সুনাককে।
চলতি বছরে টুইটারের সিইও র পদে নিযুক্ত হলেন ইলন মাস্ক। সাথে নতুন নীতিরও প্রবর্তন করেন।