লতা মঙ্গেশকর থেকে কেকে, পাঁচ মাসে সাতজন শিল্পীকে হারিয়েছি আমরা
নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরই শুরু হতে চলেছে এক নতুন বছর। কিন্তু নতুন বছরে পা দেওয়ার পূর্বে ফেলে আসা বছরও মানুষের কাছে কোনো না কোনো কারণে বিশেষ হয়ে থেকে যায়। সেটা ভালো হোক বা খারাপ। স্মৃতিতে থেকে যায় সবকিছুই। ঠিক সেই ভাবেই ২০২২ সালে কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল মানুষজনকে। এই বছর সঙ্গীত জগতে নেমে এসেছিল শোকের ছায়া। হারাতে হয়েছিল বেশ কিছু খ্যাতনামা সংগীত শিল্পীকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সংগীত শিল্পী হলেন-
কেকে
কৃষ্ণ কুমার কুন্নথ ওরফে ‘কেকে’ কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনাটি। ৩১ মে না ফেরার দেশে চলে যান কেকে।
সিধু মুসেওয়ালাকে
সিধু মুসেওয়ালাকে ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্যে খুন করা হয় ।
শিবকুমার শর্মা
১০ মে মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা সংগীত শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা।
তারসেম সিং সৈনি
Taz from Stereo Nation নামে পরিচিত তারসেম সিং সৈনি ২৯ এপ্রিল না ফেরার দেশে গমন করেছিলেন।
বাপ্পি লাহিড়ি
“ডিস্কো কিং” নামে খ্যাত বাপ্পি লাহিড়ি ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়।
১৫ ফেব্রুয়ারি সংগীত জগতে আরেক নক্ষত্রের পতন ঘটে। সুপরিচিত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ১৫ ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।
লতা মঙ্গেশকর
কোকিলকণ্ঠি হিসাবে পরিচিত লতা মঙ্গেশকর ৬ ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।