চালের পাত্র খালি রাখলে সংসারে সমস্যা আসতে পারে
নিউজ ডেস্কঃ কিছু কিছু প্রচলিত সংস্কার আমাদের সমাজে চিরস্থায়ী হিসাবে থেকে যায়।যেগুলিকে মানুষ মেনে চলে আসছে বহুযুগ ধরে।কিন্তু আজকালকার সময়ে এই সংস্কারকে মানুষ কুসংস্কার বলে উড়িয়ে দেয়।মানুষ এটা ভুলে যায় যে তার পিছনে কোন না কোন কারন থাকতে পারে।তাই কোন প্রচলিত সংস্কারকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াটা ঠিক নয়।এই রকমই একটি সংস্কার হল চালের পাত্র কখনই খালি রাখতে নেই।এই বিষয়টিকেও কেউ সংস্কার আবার কেউ কুসংস্কার বলে থাকে।তাই যারা এই বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দিছে তাদের অবশ্যই জানা উচিৎ যে এই প্রচলিত সংস্কারটি একটি যুক্তিযুক্ত ব্যাখ্যাও আছে।
আর এই ব্যাখাটি হল যে কোন কারনে কোন বিপদের সম্মুখীন যেমন- দাঙ্গা-গৃহযুদ্ধ ইত্যাদি হলে চালের আকাল হতেই পারে তখন টাকা থাকলেও চাল পাওয়া যাবে না। তাই চাল না থাকলে না খেয়েই মরতে হবে।আর যদি সে সময় পাত্রে চাল থাকে তাহলে কয়েকটা দিন চালিয়ে নেওয়া যায়।এছাড়াও যদি কখন আপনাদের বাড়িতে হঠাৎ করে রাতেরবেলায় কয়েকজন অতিথি আসে।এমন সময় যদি পাত্রে চাল না থাকে তাহলে বুঝতে পারছেন যে কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাদেরকে।এইরকমই অনেক যুক্তিই থাকে একটি প্রচলিত সংস্কারের পিছনে। তাই সবসময় সংস্কারকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াটা সঠিক কাজ নয়।