নারীদের সম্মান লঙ্ঘনের অভিযোগে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আহ্বান সেফ ব্লাটার
নিউজ ডেস্ক – ইতিমধ্যেই ডঙ্কা বেজে গিয়েছে ফুটবল বিশ্বকাপের। কিন্তু খেলা শুরুর আগেই এই ফুটবলকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক। ইরানে নারীদের স্টেডিয়ামে প্রবেশ করতে না দিয়ে সরকার হস্তক্ষেপ করেছে, যা ফিফার নিয়মের লঙ্ঘন। এবার এই বিষয়েকে কেন্দ্র করে কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার।
সেফ ব্লাটার বলেছেন, ‘ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত ছিল। কিন্তু ইনফান্তিনোর যথাযথ উত্তর দেওয়ার মতো সাহস নেই। এখানে ফিফার নিরপেক্ষ থাকাটা কোন বিকল্প হতে পারে না’।
তিনি আরও জানিয়েছেন, ‘ আমি ফিফার প্রেসিডেন্ট থাকলে বিশ্বকাপ থেকে ইরানের নাম কেটে দিতাম। কারণ কাতারকে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব দেওয়া ছিল প্রশাসনের নেওয়া ভুল সিদ্ধান্ত। আয়তনে কাতার ছোট দেশ। দর্শকের অতি চাপ সামলাতে পারবে না দেশটি’।
উল্লেখ্য, ১৬ই সেপ্টেম্বর মাইশা আমিন নামের এক ২২ বছরের নারী নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মারা যান। ইরানের আইন অনুযায়ী, হিজাব না পরায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে তিনি মারা যান। বিষয়টি নিয়ে ইরানের নারীরা আন্দোলন করলে তাদের ওপরও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সেজন্য ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কথা উঠেছে।