বিনোদন

 অন্বেশার নতুন হিট “ওহ সীতা হে রামা”

৫ই আগস্ট ২০২২ সালে হানু রাঘবপুদি রচিত ও পরিচালিত এবং বৈজয়ন্তী মুভিজ এবং স্বপ্না সিনেমা প্রযোজিত তেলেগু রোমান্টিক ড্রামা ছবি সীতা রামম রিলিজ হয়েছিল যা বর্তমানে পর্দায় হিট করেছে। এরপর এই  তেলেগু ছবিটি ২ সেপ্টেম্বর ২০২২ সালে মুক্তি পেয়েছে হিন্দিতে।

দুলকার সালমান এবং মৃণাল ঠাকুর অভিনীত ছবিটি হিন্দি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। প্রথম সপ্তাহে, সীতা রামের হিন্দি সংস্করণটি ৪.২ কোটি রুপি পরিসরে নেট সংগ্রহ পেয়েছে, দ্বিতীয় সপ্তাহে এটি ১.৩ কোটি রুপি নেট সংগ্রহ পেয়েছে এবং তৃতীয় সপ্তাহে এটি আরও ২ কোটি রুপি সংগ্রহ করে। সীতা রামমের হিন্দি সংস্করণের মোট সংগ্রহ ৭.৫ কোটি টাকা এবং এই মুভির মোট শেয়ার ৩.১০ কোটি টাকা। সীতা রামম বিশ্বব্যাপী ৪৫ কোটি টাকার শেয়ার এবং মোট সংগ্রহ ৯৫ কোটি রুপি। রোমান্টিক এই ছবিটি এখনও বেশ কিছু রাজ্যে ররমিয়ে ব্যবসা করছে।
এই ছবিটির পাশাপাশি হিট হয়েছে ছবিটির টাইটেল সং “ওহ সীতা হে রামা”। গানটি গেয়েছেন  অন্বেষা দত্তগুপ্ত, , হৃশিকেশ রাণাডে, Composer ছিলেন  বিশাল চন্দ্রশেখর, এবং গানটি লিখেছেন : কুমার। ইতিমধ্যে গানটি (হিন্দি ভার্সন) টি প্রায় ৩ মিলিয়নের কাছাকাছি মানুষ দেখেছে। তবে সবথেকে বড় ব্যাপার হল এই যে দক্ষিনের এই ছবিতে সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন বাংলার মেয়ে অন্বেশা দত্তগুপ্ত। দক্ষিণের এই ছবির গানে কাজ করতে গিয়ে কেমন লেগেছে তার? তিনি জানান যে “ রুপম ভাগবতের মাধ্যমে তিনি মুম্বাইতে আমার যোগাযোগ হয় এবং তারপর যখন আমি গান গাইতে যাই তখন জানতে পারনি যে, আমাকে ওরা আগের থেকেই সিলেক্ট করে রেখেছিল” পাশাপাশি তিনি এও জানান যে “ রোম্যান্টিক গান এবং এবং আরও বেশী যাতে সুদিং করা যায় সেই কারনে বিশাল স্যার আমায় বেশ ভালোভাবে গাইড করেছেন এবং আলাদা করে সেভাবে কিছু বলার নেই, কারণ এটা একটা সুন্দর কম্পোসিশান”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *