Uncategorised

বিপুল জনসংখ্যার তালিকা বিশ্বের মধ্যে প্রথমে  রয়েছে কোন দেশ! 

নিউজ ডেস্ক – কমবেশি প্রত্যেকটি দেশের সরকারের নির্দেশে জনসংখ্যার গড় হিসাব করা হয়। ঠিক সেই রকমই বিপুল জনসংখ্যার তালিকায় বিশ্বের মধ্যে প্রথম কোন দেশ রয়েছে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আয়তন ও জনসংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে টোকিও। 

জনঘনত্বের নিরিখে যে তালিকাটি তৈরি করা হয়েছে সেটি হল – 

I) টোকিও – জাপানে অন্তর্গত টোকিও শহরের আয়তন প্রায় ৬২৭.৬ বর্গ কিলোমিটার। গ্রেটার দিল্লির মোট আয়তন ১,৪৮৪ বর্গ কিলোমিটার। টোকিওর লোকসংখ্যা ৩,৭৩,৯৩,১২৮ যেটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। 

ll) দিল্লি – ভারতের রাজধানী দিল্লিতে প্রায় সব ধর্মের মানুষের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। সে কারণেই দিল্লিতে লোকসংখ্যা ৩,০২,৯০,৯৩৬। এবং আয়তন ৪২.৭ বর্গ কিলোমিটার।

lll) সাংহাই – প্রযুক্তির দিক থেকে এগিয়ে চীনের অন্তর্গত শহর হল সাংহাই। এই শহরের লোকসংখ্যা ২,৭০,৫৮,৪৮০ ও আয়তন ৬,৩৪০ বর্গ কিলোমিটার।

lv)পাওলো – জনঘনত্বের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলের পাওলো শহর। এই শহরের লোকসংখ্যা ২,২০,৪৩,০২৮। আয়তন ১.৫২১ বর্গ কিলোমিটার।

v) মেক্সিকো – সর্বশেষে রয়েছে মেক্সিকো সিটি। এই শহরের জনসংখ্যা ২,১৭,৮২,৫৭৮। আয়তন ১,৪৮৫  বর্গ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *