ডিফেন্স

পাকিস্তানের গোয়াদর শহরে কি কোনও আন্দোলন চলছে চীনের বিরুদ্ধে?

নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানের মধ্যে সখ্যতা যে বহু দিনের তা কমবেশি সকলেরই জানা। বিশেষ করে ভারতবর্ষের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতেই তাদের এই বন্ধুত্ব। তবে তাদের এই বন্ধুত্ব যে স্বার্থের তা তারা নিজেরাও বেশ ভালো করেই জানে। কিন্তু পাকিস্তানের একাধিক স্থানে যে এখন চীনের জোরজুলুম চলে তা একাধিক সুত্র থেকে জানা গেছে।

ইতিমধ্যে পাকিস্তানের গাদার (গোয়াদর নয়) অঞ্চলে চীনের সকল অবকাঠামো নির্মাণকাজ মূলত এখন পরিত্যক্ত অবস্থায় আছে। স্থানীয় জনগণ আসলে ধর্মীয় আবেগজনিত কারণে কোনভাবেই মেনে নিতে পারছে না বিদেশী কর্মীদের জীবনযাত্রা। কিছু দিন আগে সেখানে কর্মরত চীন ও শ্রীলঙ্কার কর্মীদের উপর একাধিক আক্রমণ হয়েছে। ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার ‘অপরাধে’ পিটিয়ে মারা হয়েছে এক চীনা প্রকৌশলীকে।

যদিও চীন সমর্থন করছে তালেবানদের, কিন্তু স্বাভাবিক কারণেই চীনকে বিশ্বাস করে না তালেবান আর তাদের অনুসারীরা। সাথে যুক্ত হয়েছে দেউলিয়া পাকিস্তানে উচ্চ দ্রব্যমূল্য, সামাজিক অপরাধ, সন্ত্রাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *