দুই সন্তানের জন্ম না দিলে হয়ে যায় বিবাহ বিচ্ছেদ। কোথায় রয়েছে এই নিয়ম?
নিউজ ডেস্ক – গোটা পৃথিবী জুড়ে এত প্রজাতির এত নিয়ম রয়েছে যা সম্পূর্ণভাবে স্মরণ করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। বিবাহ জিনিসটাকে সব জায়গায় পবিত্র হিসেবে গণ্য করা হয়। কিন্তু নানা দেশের নানান নিয়ম অনুযায়ী এমন এক গোষ্ঠী রয়েছে যেখানে কোন স্ত্রী দুটি সন্তান জন্ম না দিতে পারলে স্বামীরা তার সাথে বিবাহবিচ্ছেদ করতে পারেন। এই নিয়ম সকলের কাছে অদ্ভুত লাগলেও চিরাচরিত চলে আসছে সুদানের নুয়ের গোত্রের মধ্যে।
এই গোত্রের নিয়মানুসারে দেখা গিয়েছে হবু স্বামীরা একটি গবাদি পশুর সঙ্গে অর্থ প্রদান করে তবেই সে বিয়ে করতে পারেন। তবে বিয়ে করলেও সেটি তখনই সম্পূর্ণ হবে যখন স্ত্রী দুটি সন্তানের জন্ম দেবে। কিন্তু যদি স্ত্রী একটিমাত্র সন্তানের জন্ম দেয় তাহলেই স্বামীরা তাদের ইচ্ছানুযায়ী বিবাহ বিচ্ছেদ করতে পারবেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে এও দেখা গিয়েছে যদি কোন শারীরিক অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে স্বামীর মৃত্যু হয় তখন নব বিধবা স্ত্রীর সঙ্গে বিয়ে করতে পারেন নিহত সমীর ভাই বা দাদা। সুতরাং গোটা বিশ্বে নানান রকমের নানান নিয়ম আমাদের কাছে আজব লাগলেও চিরাচরিত কাল ধরে এই নিয়ম পালন করে আসছে বহু প্রজাতির মানুষ।