অফবিট

পৃথিবীর কোন রাষ্ট্রপতি মহিলা দেহরক্ষী রাখতেন?

নিউজ ডেস্ক- মহিলা দেহরক্ষী সঙ্গে রাখতেন রাষ্ট্র নেতা। কোন দেশে এই নেতার বাস ছিল জানেন? লিবিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্র গুলির মধ্যে একটি ।লিবিয়া উত্তর আফ্রিকাতে মহাদেশের ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত। ত্রিপোলি শহর লিবিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। লিবিয়ার সরকারি ভাষা আরবি এছাড়াও এখানে কিছু চলিত ভাষা রয়েছে যেমন লিবীয় আরবি, তামাঝিট, ইতালিয়ান। লিবিয়ার জনগণকে লিবীয় বলা হয়। 

লিবিয়া দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো

1. লিবিয়া দেশটিতে তেলের দাম থেকে জলের দাম বেশি। লিবিয়াতে জলের সংকট এতটাই বেশি যেখানে জল বহু দাম দিয়ে কিনে খেতে হয়। 

2.ইতালি হয়ে ইউরোপে মানবপাচারের সবথেকে বড় রুট হলো লিবিয়া। দৃষ্টিতে অবৈধভাবে মানব পাচারকারীরা প্রবেশ করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারা ইতালিতে প্রবেশ করে। কিন্তু এই যাত্রা পথে বহু মানুষের মৃত্যু ও হয়। 

3.1969 সালে লিবিয়ার তৎকালীন রাজা ইদ্দিশ কে সরিয়ে সম্রাট তরুণ সামরিক অফিসার মুয়াম্মার আল-গাদ্দাফি ক্ষমতা দখল নেন। গাদ্দাফির ছিলেন একজন বিলাসিতা পূর্ণ এবং একগুঁয়ে তিনি মহিলা দেহরক্ষী সঙ্গে রাখতেন। এই সম্রাটের ব্যক্তিগত জীবন ও ছিল সমালোচনায় ভরা। তার কার্যকলাপ ও আচরণের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল রিগ্যাল তাকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বলে আখ্যা দেন। 

4. গাদ্দাফির শাসনকালে লিবিয়ার জনগণ সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পেত। গাড়ি কেনার সময় সরকার গাড়ির অর্ধেক টাকা ভর্তুকি দিত। এমনকি বিবাহের পর নবদম্পতিকে 50 হাজার ডলারের সহায়তা দেওয়া হতো। 

5. গাদ্দাফি আমেরিকার ন্যাটো বাহিনীর হাতে নিহত হয় গাদ্দাফির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন বিরোধী নারীদের গণধর্ষণ করতে। গাদ্দাফির পতনের মূল উদ্দেশ্য ছিল লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা। 

6. লিবিয়া দেশের অধিকাংশ স্থান মরুভূমি দ্বারা আবৃত  দেশটিতে কৃষি কাজ হয় না বললেই চলে। তাই প্রয়োজন এর যাবতীয় শাকসবজি ও খাদ্য দ্রব্য বিদেশ থেকে আমদানি করা হয়। 

7. লিবিয়া দেশের মুদ্রার নাম দিনার এবং লিবিয়ার এক দিনার ভারতীয় 46 টাকা সমান। 

8. লিবিয়ার গৃহযুদ্ধের ফলে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে। মোট জনসংখ্যার প্রায় 21 শতাংশের মতো মানুষ এখানে বেকার হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *