আগামী বছরের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ
নিউজ ডেস্ক – চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চের মাঝামাঝি। এরই মধ্যে প্রকাশিত হলো আগামী বছরের মাধ্যমিকের সময়সূচী। বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হল।
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের মাধ্যমিকের টেস্ট চলতি বছরের ১৭ নভেম্বরের আগে নেওয়া যাবে না। টেস্ট শেষ করতে হবে ৩০শে নভেম্বরের মধ্যে। পাশাপাশি, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাকি সামেটিভ পরীক্ষা কবে হবে, জানিয়ে দেওয়া হয়েছে সেটাও।
নির্দেশিকা অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ হবে চলতি বছরের ৭মের মধ্যে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন হবে চলতি বছরের ২০ অগাস্টের মধ্যে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়ন চলতি বছরের ২৫ শে নভেম্বরের আগে শুরু করা যাবে না। শেষ করতে হবে ৭ই ডিসেম্বরের মধ্যে। রাজ্যজুড়ে স্কুলের পরীক্ষার নির্ঘণ্ট ও এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী ২০২৩ সালের মাধ্যমিকের টেস্ট-
চলতি বছরের ১৭ নভেম্বরের আগে নেওয়া যাবে না।
টেস্ট শেষ করতে হবে ৩০ শে নভেম্বরের মধ্যে।
ষষ্ঠ থেকে দশমের সিমেটিভ
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ হবে চলতি বছরের ৭মে এর মধ্যে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন হবে চলতি বছরের ২০ অগাস্টের মধ্যে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়ন চলতি বছরের ২৫ শে নভেম্বরের আগে শুরু করা যাবে না। শেষ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।
