মাধ্যমিকের প্রশ্ন কি আদৌ কঠিন! কী বলছে শিক্ষক মহল
নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা হলো শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষাকে নিয়ে অনেকেরই অনেক স্বপ্ন ও চিন্তা থাকে। একমাত্র মাধ্যমিক পরীক্ষা ঠিক করে একজন পড়ুয়ার আগামী দিনের ভবিষ্যৎ। তবে অনেকের মতে পরীক্ষার প্রশ্নপত্র হয় খুব কঠিন না হয় খুব সোজা। কি বলছে পড়ুয়ারা।
কোভিডকালে দীর্ঘদিন ধরে প্রায় ঘরে বসেই অনলাইনে পড়াশুনা চলেছে পরীক্ষার্থীদের। অনলাইনে ক্লাস হয়েছে, তাই অনলাইনেই পরীক্ষা নিতে হবে – এমন দাবি সাম্প্রতিক অতীতে একাধিকবার দেখা গিয়েছে পড়ুয়াদের মধ্যে। অনেক ক্ষেত্রে তা মেনেও নেওয়া হয়েছে। এমনকী স্কুলগুলিতে পাশ না করানোয় বিক্ষোভের নজিরও রয়েছে। কোভিড কালের দোহাই দিয়েই এই বিক্ষোভ করে পরবর্তী ক্লাসে উঠে গিয়েছে অনেক পড়ুয়াই। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার অফলাইনে হবে সব পরীক্ষা। সেই কারণে দীর্ঘদিন ঘরে বসে পড়াশোনা করায় পড়াশোনার সঙ্গে এক প্রকার দূরত্ব দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যে। আর সেই কারণেই এবার আগামী দিনে অফলাইন মাধ্যমিক পরীক্ষা হওয়ায় কতটা প্রস্তুত পরীক্ষার্থীরা!
বিশিষ্ট মনোবিদ সুবর্ণা সেন জানিয়েছেন, “মুশকিলটা হল, দুই বছর ধরে অনলাইনে পড়াশুনা হওয়ার ফলে এখন অফলাইন সবকিছুতেই সমস্যা হচ্ছে। দুই বছর ধরে যে পরিস্থিতি ছিল, অনলাইনে ক্লাস হয়েছে, অনলাইনে পরীক্ষা হয়েছে। এবার অনলাইনে পরীক্ষা হওয়ার ফল কী হয়েছে, তা কারও অজানা নয়। যখন অফলাইনে পরীক্ষা হবে তখন আমার কাছে অনেকে এসে বলছে, স্কুল তো খুলে গেল। পরীক্ষা তো অফলাইনে হবে। কিন্তু ক্লাস তো অনলাইনে হয়েছে। এমনকী মা-বাবাদের পর্যন্ত বলতে শুনেছি, তাঁরা পরীক্ষার সময় ঘর থেকে বেরিয়ে যেতেন। কারণ, ঘরে থেকে ছেলে-মেয়ে বই খুলে পরীক্ষা দিচ্ছে, তা দেখতে খুব খারাপ লাগত। কিন্তু কী করব, নাও করতে পারতাম না। সবাই তো এভাবেই দিচ্ছে। তাহলে তো ওই সবথেকে কম নম্বর পাবে।”
আবার অন্য এক শিক্ষক বলেছেন, “প্রশ্নকর্তাদেরও মনে রাখা উচিত যে প্রায় দুই বছর স্কুল হয়নি। প্রি-ম্যাচিওর পরিস্থিতিতে পড়ুয়ারা আছেন।
প্রশ্ন করার সময় সেই বিষয়টির দিকে নজর রাখা উচিত কি না? পড়ুয়াদের যে পর্যাপ্ত প্রস্তুতি নেই এটা বলতে তো কোনও বিশেষজ্ঞ লাগবে না।”