আমেরিকার বিরুদ্ধে কনফারেন্সে চীন, পাকিস্তানের পাশাপাশি ভারতবর্ষকেও আহ্বান রাশিয়ার
নিউজ ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিরাটভাবে ক্ষতি হচ্ছে দুই দেশ সহ গোটা পৃথিবীর। একাধিক জিনিসের মূল্যবৃদ্ধি সহ অর্থনীতির উপর বিরাটভাবে চাপ বাড়বে। শুধু তাই নয় সাধারন মানুষ বিরাটভাবে ক্ষতির মুখ দেখতে চলেছে। তবে এর মধ্যেই পৃথিবীতে এবার যে দুটি অক্ষ তৈরি হবে তা কিছুটা হলেও স্পষ্ট। কারন আমেরিকা এবং রাশিয়ার তাদের কাছের দেশ গুলিকে নিয়ে নিজেদের মতো স্ট্রাটেজি তৈরি করবে। তবে বিরাটভাবে চাপ বাড়বে ভারতবর্ষের।
আাগমী মাসে মস্কো তে হতে চলা আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে অ্যান্টি ফ্যাসিস্ট কনফারেন্সে ভারত, চীন, পাকিস্তান, ইরান, আজারবাইজান, ইথিওপীয়া, উজবেকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি কে আমন্ত্রণ জানাল রাশিয়ান প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একথা থেকে একদম স্পষ্ট যে এই দেশ গুলিকে সঙ্গে নিয়ে একটি অক্ষ তৈরি করতে চলেছে রাশিয়া। তবে ভারতবর্ষ কি করে এখন সেটাই দেখার। কারন চীনের সাথে ভারতবর্ষের সম্পর্ক খুব একটা মধুর না হওয়ার কারনে এবং অন্যদিকে ফ্রান্স এবং আমেরিকার সাথে ভারতবর্ষের সখ্যতা থাকার ফলে রীতিমতো দোটানার পড়বে দেশ।