পূর নির্বাচন ২০২২

রাজপুর-সোনারপুর পৌরসভা নির্বাচনে এবার ৮ নম্বর ওয়ার্ডে নতুন মুখ ‘ভুলুদা’

নিউজ ডেস্কঃ রাজপুর-সোনারপুর পৌরসভা নির্বাচনে এবার ৮ নম্বর ওয়ার্ডে নতুন মুখ। না রাজনীতিতে নতুন নন। বরং তৃণমূল রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার ঢের আগে থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন এবারের প্রার্থী ‘ভুলুদা’। পোষাকি নাম মোফারজাল হোসেন। এলাকায় বাম-বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া থেকে দক্ষিণ কলকাতার প্রাক্তন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত প্রতিনিধি হিসেবেই তাঁর  পরিচিতি এলাকায়। আর এই পরিচিতি আর অভিজ্ঞতায় ভরসা করেই ৮ নম্বর ওয়ার্ডে দলের জয়ের মার্জিন বাড়িয়ে নিতে প্রার্থী হয়েছেন প্রবীণ মোফারজাল হোসেন।

বন দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে নাগরিক প্রতিনিধি হিসেবে উপদেষ্টার ভূমিকায় যথেষ্ট সক্রিয় ছিলেন মোফারজাল। হজ কমিটি ও নজরুল ইসলাম একাডেমির অন্যতম সদস্য হিসেবে প্রশাসনিক দক্ষতারও পরিচয় রেখেছেন এলাকায় জনপ্রিয় ভুলুদা।

বিজ্ঞানে স্নাতক মোফারজালের নির্বাচনের রাজনীতিতে এই আবির্ভাব নিয়ে নেই এলাকায় কোনো অসন্তোষ। এমনকি ওয়ার্ড ৮-এর বিদায়ী কাউন্সিলর কার্ত্তিক বিশ্বাস নিজেও সামিল হয়েছেন ভুলুদার হয়ে প্রচারে। তাই ভুলুদার এভাবে ফিরে আসা দেখে অনুগামীরা তুলনা করছেন অনেকটা যেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই কামব্যাক করলেন মোফারজাল।

জয় নিয়েও বেশ আশাবাদী তিনি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী আমি। জয় নিয়ে কোনো সংশয় নেই। আর এলাকার মানুষকে বলছে বিজেপি-সিপিআইএম কে ভোট দিয়ে নষ্ট না করতে। বিগত পৌর নির্বাচনে এই ওয়ার্ডে জয়ের ব্যবধান ২,২৫০, বিধানসভা নির্বাচনে বেড়ে হয়েছিল ৩,১৩৯। আমার আশা এবারের পৌর নির্বাচনে মার্জিন আরও বাড়বে।” নতুন উদ্যমে ভোটের ময়দানে প্রত্যয়ী শোনালো মোফারজাল হোসেনের গলা।

মানুষের আশীর্বাদ পেলে এই ওয়ার্ডের মিশনপল্লী, শিমুলতলা অঞ্চলের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান বলে জানান মোফারজাল। বর্ষায় জল জমার যন্ত্রণা থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়াকেই পাখির চোখ করছেন ভুলুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *