৪ পুর নির্বাচনে পরাস্ত বিজেপি! আসন্ন নির্বাচনেও কি ভরাডুবির আশঙ্কা!
নিউজ ডেস্ক – রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে ৪ পুর নির্বাচন। আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর প্রত্যেকটি ওয়ার্ডের সিংহভাগই দখলে নিয়েছে তৃণমূল। এমতাবস্থায় ৪ পুর যুদ্ধে বিজেপির পাল উল্টে যাওয়ায় গেরুয়া শিবিরকে নিয়ে নুতন করেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক স্তরে।
বস্তুত, বিগত কয়েকটি নির্বাচন যেমন বিধানসভা ও লোকসভা এমনকি কলকাতা ও চারটি পুর নির্বাচনেও ঘাসফুল শিবিরের সামনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের পাশাপাশি এবার পরাজয়ের প্রসঙ্গে ক্ষুব্দ হয়ে উঠেছে খোদ বিজেপি দল। কেন প্রত্যেকটি নির্বাচনে তৃতীয় এবং দ্বিতীয় স্থান পেয়েছে তার কৈফিয়ৎ চেয়ে দলীয় সদস্যদের উপর প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্বরা।
অন্যদিকে রাজনৈতিক পরিসরে চাপা গুঞ্জন শুরু হয়েছে যে বিগত কয়েকটি নির্বাচনের পর পর বোল্ড আউট হওয়ায় আসন্ন ১০৮টি পুনঃনির্বাচন একই পতাকা উত্তোলন হবে গেরুয়া শিবিরে! যদিও আসন্ন নির্বাচনে জয়ের প্রসঙ্গে কোনো রকম বক্তব্য দেয়নি বিজেপি নেতৃত্বরা। কিন্তু জোর কদমে প্রচার চালানোর সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে যে গেরুয়া শিবির যথেষ্ট সিরিয়াস তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাদের দলীয় কর্মসূচিতে।